
১. এবার উৎসবের মরসুমে রেল কর্মীদের জন্য বোনাস ঘোষণা করা হল। বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় সরকার রেল কর্মীদের জন্য ৭৮ দিনের বোনাস ঘোষণা করেছে। দীপাবলির আগেই এই বোনাস দেওয়া হবে। শুধু রেল কর্মীদের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অন্যান্য দফতরগুলির কর্মীরাও দীপাবলির আগে বোনাস পেয়ে যাবেন। গত বছর কেন্দ্রীয় সরকারের ১.১ লক্ষ কর্মী দীপাবলি-বোনাস পেয়েছিলেন। এবার এই বোনাস পাবেন ১.৯ লক্ষ কর্মী।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- Diwali Bonus: পুজোর আগেই রেল কর্মীদের জন্য বড় ঘোষণা! প্রায় ১.০৯ লক্ষ কর্মচারী পাবেন এই বোনাস
২. চলতি এশিয়া কাপে সুপার ফোর পর্যায়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। চোটের জন্য এই ম্যাচে খেলতে পারছেন না বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করছেন জাকের আলি। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোরের পথে ভারতীয় দল। অসাধারণ ব্যাটিং করলেন ওপেনার অভিষেক শর্মা। তিনি ৭৫ রান করে রান আউট হয়ে গেলেন।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- Asia Cup 2025: সুপার ফোরের ম্যাচে সামনে বাংলাদেশ! ব্যাট করতে নামছে টিম ইন্ডিয়া, প্রথম একাদশে কারা?
৩. দুর্গাপুজোর সময় যাঁরা কলকাতা ও শহরতলির বিভিন্ন প্রান্তে ঘুরে ঠাকুর দেখবেন, তাঁদের জন্য সুখবর। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর একটায়। শেষ মেট্রো পাওয়া যাবে পরদিন ভোর চারটেয়। দশমীর দিন দুপুর একটা থেকে রাত ১০টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। ষষ্ঠীর দিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- Durga Puja 2025: ঠাকুর দেখা নিয়ে নেই কোনও চিন্তা! পুজোর সময় বিশেষ মেট্রো পরিষেবা, দেখে নিন সময়সূচি
৪. বারাসত আদালত চত্বরে মাথা, মুখ ফাটল পুলিশের। রক্তাক্ত পুলিশকর্মীরা। আক্রান্ত হলেন সাংবাদিকরাও। হামলার কারণ নিয়ে ধোঁয়াশা জারি।আইনজীবীদের দাবি, তাঁরাও আক্রান্ত হয়েছেন। তবে সংবাদমাধ্যমের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তাতে রক্তাক্ত বারাসত থানার পুলিশকর্মী। এই ঘটনা নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- আইনজীবীদের হাতেই প্রহৃত পুলিশ, আদালত চত্বরে নজিরবিহীন ঘটনায় শোরগোল
৫. পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় হামলার সঙ্গে জড়িত থাকা জঙ্গিদের যাতায়াতে সাহায্য করার অভিযোগে জম্মু ও কাশ্মীরের কুলগাম থেকে ২৬ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করা হয়েছে। উপত্যকায় এখন চলছে 'অপারেশন মহাদেব'। এরই অঙ্গ হিসেবে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তার ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- পহেলগাঁও জঙ্গি হামলা: কুলগাম থেকে সাহায্যকারীকে গ্রেফতার কাশ্মীর পুলিশের
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।