পহেলগাঁও জঙ্গি হামলা: কুলগাম থেকে সাহায্যকারীকে গ্রেফতার কাশ্মীর পুলিশের

Published : Sep 24, 2025, 07:32 PM ISTUpdated : Sep 24, 2025, 08:12 PM IST
J&K police personnel stand guard at Lal Chowk

সংক্ষিপ্ত

Pahalgam Terror Attack: পহেলগাঁও জঙ্গি হামলার পর কয়েক মাস কেটে গিয়েছে। তবে এখনও এই ঘটনার তদন্ত চলছে। এই হামলার সঙ্গে নানাভাবে যারা জড়িত ছিল, তাদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।

DID YOU KNOW ?
অপারেশন মহাদেব
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের খোঁজে চলছে অপারেশন মহাদেব।

Pahalgam Terrorist Attack: জম্মু ও কাশ্মীরের (Jammu and Kasmir) পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় (Baisaran Valley) জঙ্গি হামলার পাঁচ মাস পর বুধবার গ্রেফতার হল জঙ্গিদের এক সঙ্গী। এদিন কাশ্মীরের কুলগ্রাম (Kulgam) থেকে মহম্মদ ইউসুফ কাতারিয়া (Mohammad Yousuf Kataria) নামে ২৬ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কাতারিয়া জঙ্গিদের যাতায়াতে সাহায্য করেছিল বলে অভিযোগ। তাকে গ্রেফতার করার পর আদালতে পেশ করা হয়। আদালত তাকে ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। পহেলগাঁওয়ে হামলা চালায় পাকিস্তান (Pakistan) মদতপুষ্ট দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (The Resistance Front)। এই জঙ্গি সংগঠনের সঙ্গে বুধবার ধৃত যুবকের সরাসরি যোগ ছিল কি না, সে অন্য কোনও হামলার ক্ষেত্রে জঙ্গিদের সাহায্য করেছে কি না, সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ।

চলছে 'অপারেশন মহাদেব'

'অপারেশন সিঁদুর'-এর পর এখন চলছে 'অপারেশন মহাদেব'। বেশ কিছু অস্ত্র্র উদ্ধার করেছেন নিরাপত্তারক্ষীরা। এখন কাতারিয়ার ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। এই যুবক চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত। সে স্থানীয় শিশুদের শিক্ষা দিত বলেও জানা গিয়েছে। এরকম একজন যুবক জঙ্গিদের সংস্পর্শে আসার পর তাদের সাহায্য করতে শুরু করে। জঙ্গিদের কার্যকলাপ এবং গতিবিধির ক্ষেত্রে সাহায্য করছিল কাতারিয়া। তদন্তে জানা গিয়েছে, লশকর (Lashkar) জঙ্গিদের কুলগামের জঙ্গলে ঘুরে বেড়াতে এবং লুকিয়ে থাকতে সাহায্য করে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার বেশ কিছুদিন আগেই কুলগামের জঙ্গলে লুকিয়ে পড়ে জঙ্গিরা। এরপর তারা ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলা চালায়। এই জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়।

জঙ্গিদের সাহায্যকারীদের খোঁজে তল্লাশি

পাকিস্তান থেকে জঙ্গিরা কীভাবে জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশ করতে পেরেছে, কারা তাদের সাহায্য করেছে, উপত্যকায় অনুপ্রবেশের পর জঙ্গিরা কোথায় ছিল, তারা কী করছিল, সে বিষয়ে খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা। জুন মাসে জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency) ঘোষণা করে, পহেলগাঁওয়ে হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের আশ্রয় দেওয়া এবং যাতায়াতে সাহায্য করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এবার আরও একজনকে গ্রেফতার করা হল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
২২
২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যতায় হামলা চালায় জঙ্গিরা
২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকায় জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারান।
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল