
১. লাদাখে হিংসাত্মক আন্দোলনে চারজনের মৃত্যুর পরেই সোনম ওয়াংচুকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তাঁর বিরুদ্ধে তদন্তও শুরু করা হয়। এবার তাঁকে গ্রেফতার করা হল। এই সমাজকর্মী ও শিক্ষা সংস্কারকের বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। যদিও সোনমের দাবি, তিনি কোনও অন্যায় করেননি। তবে বিদেশি সংস্থার কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে অনুদান নেওয়ার জন্য সোনমের বিরুদ্ধে সিবিআই তদন্তও শুরু হয়েছে।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- লাদাখ হিংসায় ৪ জনের মৃত্যু, অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক NSA-তে গ্রেফতার
২. মধ্যপ্রদেশের ভোপালের বাঙ্গারসিয়ার সিআরপিএফ ক্যাম্পে থাকা এক জওয়ান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। দেহ উদ্ধার করার পর তদন্ত শুরু করেছে পুলিশ। আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে অনুমান, পারিবারিক বিবাদের কারণেই আত্মঘাতী হয়েছেন এই জওয়ান। মৃত জওয়ানের নাম মহেশ কুমার (৪৩)।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- পঞ্জাবে ডিউটির চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা, মর্মান্তিক মৃত্যু সিআরপিএফ জওয়ানের
৩. যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর রহস্যজনক মৃত্যুর পরিপ্রেক্ষিতে এবার কঠোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। উৎসবের মরসুমে যাতে আরও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করার জন্য ৪৮ ঘণ্টার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব হস্টেল বন্ধ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই নির্দেশ ঠিকমতো পালন করার জন্য যাদবপুর থানাকে দায়িত্ব দিয়েছে আদালত।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ৪৮ ঘন্টার মধ্যে বন্ধ করতে হবে সমস্ত হোস্টেল, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ডেডলাইন হাইকোর্টের
৪. দুর্গাপুজোর সময়ও দুর্যোগ পিছু ছাড়ছে না বাংলার। শুক্রবার চতুর্থীর দুপুরেও বিভিন্ন জেলায় বূৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস ভালো কোনও বার্তা দিচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের ৯টি জেলায় পুজোর সময় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বৃষ্টি হতে পারে। ফলে পুজোর আনন্দ জলে যেতে পারে।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- দশমী পর্যন্ত চলবে দুর্যোগ, নিম্নচাপের জেরে ৯ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস IMD-র
৫. এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও অসাধারণ ব্যাটিং করলেন ভারতীয় দলের ওপেনার অভিষেক শর্মা। শুক্রবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩১ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর ভারতীয় দলের।
বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- এশিয়া কাপ ২০২৫: শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বুমরাকে বিশ্রাম, খেলছেন আর্শদীপ
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।