News Round-up: সিএএ-তে আবেদনের সময়সীমা বৃদ্ধি, দিল্লিতে বন্যা পরিস্থিতি, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Sep 03, 2025, 09:57 PM IST
Round Up

সংক্ষিপ্ত

News Round-up: সারাদিনের সেরা খবর, সারাদিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড আপে।

১. সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-তে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা ১০ বছর বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। এর আগে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান ধর্মীয় কারণে ভারতে এসে আশ্রয় নিতে চাইছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে এবার জানানো হল, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা ধর্মীয় কারণে ভারতে এসে আশ্রয় চাইছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- CAA-তে নাগরিকত্বের আবেদনের মেয়াদ ১০ বছর বাড়াল কেন্দ্র, অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন ক্যাম্প

২. দিল্লিতে বন্যা পরিস্থিতি ক্রমশঃ উদ্বেগজনক হয়ে উঠছে। যমুনা নদীতে জল বাড়ছে। দিল্লি ও সংলগ্ন অঞ্চলগুলির অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। ফলে দিল্লি ও এনসিআর অঞ্চলের বাসিন্দাদের সমস্যা বাড়তে চলেছে। নিচু অঞ্চলগুলি থেকে দুর্গত মানুষজনকে সরিয়ে অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। উদ্ধারকার্যে সাহায্য করছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- বাঁধ ভাঙছে যমুনার জল, দিল্লিতে বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন

৩. চিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখা হয়। তাঁদের মধ্যে আলোচনাও হয়। এরপরেই ভারতকে সস্তায় তেল দেওয়ার কথা ঘোষণা করল রাশিয়া। ব্যারেল প্রতি ৩ থেকে ৪ মার্কিন ডলার পর্যন্ত কম দামে ভারতকে তেল দিতে চলেছে রাশিয়া। এই তেল নিয়েই ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাল্টা ব্যবস্থা নিচ্ছে ভারত, রাশিয়া ও চিন। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- মার্কিন শুল্কের চাপের মাঝে ভারতের জন্য সুখবর! তেলের উপর বড় ছাড় দিল রাশিয়া

৪. শিলিগুড়িতে গ্রেফতার তিন বাংলাদেশী নাগরিক। ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে সশস্ত্র সীমা বলের অভিযানে গ্রেফতার হয়েছে বাংলাদেশী নাগরিকরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এসএসবি-র ৪১ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা অভিযান চালিয়ে তিনজনকে আটক করে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। এসএসবি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অমল রায়, গৌতম রায় ও প্রীতম রায়। কিন্তু এরা ভারতে ঢোকার পর নিজেদের নাম অমল বর্মন, গৌতম বর্মন এবং প্রীতম বর্মন বলেই সবাইকে পরিচয় দিত। ধৃত তিনজনই বাংলাদেশের নাগরিক।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- আবারও বাংলাদেশি গ্রেফতার, এবার শিলিগুড়ির নেপাল সীমান্তে তিন ভাই SSBর জালে

৫. উৎসবের মরসুমের আগে কলকাতা মেট্রোরেলের আদি রুট ব্লু লাইনের যাত্রীদের দুর্ভোগ বাড়তে চলেছে। বুধবার রাত থেকেই বিশেষ ট্রেন পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কবি সুভাষ স্টেশনে পরিষেবা স্থগিত থাকা, অপারেশনাল জটিলতা এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কারণে দমদম ও শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে রাত ১০টা ৪০ মিনিটে চলা বিশেষ পরীক্ষামূলক নাইট মেট্রো পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। এই পরিষেবা আবার কবে চালু করা হবে, সে বিষয়ে পরে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়