আবারও বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকড়াও। তাও আবার এই রাজ্য থেকে। এবার শিলিগুড়়ির ভারত-নেপাল সীমান্ত থেকে একসঙ্গে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করল এসএসবি।
আবারও বাংলাদেশি অনুপ্রবেশকারী পাকড়াও। তাও আবার এই রাজ্য থেকে। এবার শিলিগুড়়ির ভারত-নেপাল সীমান্ত থেকে একসঙ্গে তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করল এসএসবি। গোপন সূত্রে পাওয়া খবর পেয়ে এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ান তিনজনকে আটক করে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। এস এস বি সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম অমল রায়, গৌতম রায় এবং প্রীতম রায়। কিন্তু এরা ভারতে ঢোকার পর নিজেদের নাম অমল বর্মন, গৌতম বর্মন এবং প্রীতম বর্মন বলেই সবাইকে পরিচয় দিত।
ধৃত তিন জনই বাংলাদেশের নাগরিক। বর্তমানে এরা তিনজন শিলিগুড়ির খরিবারি পানি টাংকি এলাকায় বসবাস করছিল।
ধৃত তিনজনের হেফাজত থেকেই উদ্ধার হয়েছে বাংলাদেশের নাগরিকত্বের প্রমাণপত্র। এস এস বি সূত্রের জানা গিয়েছে ২০২৪ এর ৫ ডিসেম্বরে কোচবিহারের হলদিবাড়ি সীমান্ত দিয়ে গৌতম রায় সবার প্রথম ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল। বর্তমানে সে পানি টাংকিতে ইলেকট্রিশিয়ানের কাজ করতো। প্রীতম রায় ১ এপ্রিল ২০২৪ সালে ভারতে ঢুকেছিল। পাসপোর্ট ভিসা করেই। এরপর থেকে ভারতেই বসবাস শুরু করে সে। বর্তমানে সে রাজমিস্ত্রির কাজ করছিল। অপর ধৃত অমল রায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চ্যাংড়াবান্ধা হয়ে ভারতে ঢুকেছিল। বর্তমানে সেই পানিট্যাংটিতে একটি টেইলার্স এ কাজ করতো।
ধৃত তিনজন একই পরিবারের। তিনজনই খুড়তুতো ভাই। বাংলাদেশে অশান্তি আর রুজিরুটি না থাকায় সীমান্ত পেরিয়ে এই দেশে এসেছিল বলে জেরায় জানিয়েছে। এস এস বির হাতে আটক তিনজন বাংলাদেশিকেই দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।


