
এ যেন কী ভয়ঙ্কর নৃত্যকলা! মঞ্চে দেখা গেল এক লাল শাড়ি পরা তরুণকে। হঠাৎই দাঁত দিয়ে কামড়ে জ্যান্ত মুরগির ধর ও মাথা আলাদা করলেন তিনি। কী শুনতে গা ঘিনিয়ে উঠলেও এমনই ঘটনা ঘটেছে বাস্তবে।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলায়। দলবল নিয়ে একটি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছিলেন এক যুবক। সেখানেই ঘটে এই ভয়াবহ ঘটনা। চোখেমুখে সিঁদুর মেখে লাল শাড়ি পরে নাচছিলেন যুবকটি। নাচতে নাচতেই মঞ্চের সামনে এগিয়ে গেলেন তিনি। তাঁর হাতে ছিল জ্যান্ত একটা মুরগি। মঞ্চে দাঁড়িয়েই মুরগির মাথা কামড়ে ছেলে ফেলেন তিনি। রক্তে ভরে যায় চারিদিক। মৃত মুরগিকে ফেলে দিয়ে ফের আবার নাচতে শুরু করলেন।
আর এই ভিডিওই ছড়িয়ে পড়ল চারিদিকে। এরপরেই বেজায় খেপে গেল পশু সুরক্ষা গোষ্ঠী বা পেটা। পেটার তরফ থেকে ইতিমধ্যেই ওই তরুণ ও আয়োজকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ প্রসঙ্গে পেটার সদস্য সিঞ্চনা সুব্রহ্মণ্যম জানান, " যারা পশুর সঙ্গে এমন করতে পারেন, তাদের মানুষের উপরেও কোনও মায়াদয়া নেই। পশুদের উপরে এমন হিংসা সাধারণ মানুষও মেনে নেবে না এটাই আমরা আশা করি"