দেশের নতুন বিদেশ সচিব হলেন বিক্রম মিস্ত্রি, ভারতের নয়া কূটনৈতিক চাল?

ভারত (India) পেল নতুন বিদেশ সচিব। দেশের নতুন বিদেশ সচিব (Foreign Secretary) হলেন বিক্রম মিস্ত্রি।

Subhankar Das | Published : Jul 15, 2024 2:53 PM IST

ভারত (India) পেল নতুন বিদেশ সচিব। দেশের নতুন বিদেশ সচিব (Foreign Secretary) হলেন বিক্রম মিস্ত্রি। তিনি বিনয় কোয়েত্রার উত্তরসূরি হিসেবে সোমবার, দায়িত্ব নিয়েছেন। বিক্রম মিস্ত্রি ১৯৮৯ সালের ‘ইন্ডিয়ান ফরেন সার্ভিস’ ব্যাচে ছিলেন। তিনি গত ২০২২ সাল থেকে উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবেও দায়িত্ব সামলেছেন।

কূটনৈতিক মহলে বিক্রম ‘চিন বিশেষজ্ঞ’ হিসেবে বেশি পরিচিত। গত ২০১৯-২০২১ সালে, বেজিংয়ে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়াও ২০২০ সালের ১৫ জুন, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় অনুপ্রবেশকারী চিনা ফৌজের সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনার মৃত্যুর পর প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলওসি) কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই বিক্রম।

Latest Videos

কিন্তু কে এই বিক্রম মিস্ত্রি? ১৯৬৪ সালে, শ্রীনগরে এক কাশ্মীরি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পড়াশোনা গোয়ালিয়রের সিন্ধিয়া স্কুলে এবং পরে দিল্লী বিশ্ববিদ্যালয়ে। দেশের তিন প্রধানমন্ত্রী, আইকে গুজরাল, মনমোহন সিং এবং নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করার বিরল অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে।

চিনের পাশাপাশি বিক্রম স্পেন (Spain) এবং মায়ানমারেও (Myanmar) ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব সামলেছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল সোমবার, বিক্রমের দায়িত্ব গ্রহণের খবর জানিয়ে এক্স হ্যান্ডলে লিখেছেন, “বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর একটি সফল মেয়াদের জন্য আগাম অভিনন্দন জানিয়েছেন নতুন বিদেশ সচিবকে।”

সবমিলিয়ে, ভারত পেয়ে গেল তার নতুন বিদেশ সচিবকে। দেশের নতুন বিদেশ সচিব হিসেবে দায়িত্ব নিলেন বিক্রম মিস্ত্রি। বিনয় কোয়েত্রার জায়গায় এলেন তিনি। এর আগে গত ২০২২ সাল থেকে উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্বও সামলানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর।

এবার সেই অভিজ্ঞতাকেই তিনি কাজে লাগাবেন নতুন বিদেশ সচিব হিসেবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

বন্যা দুর্গতদের পাশে এবার জুনিয়র ডাক্তাররা, দিলেন বড় বার্তা, দেখুন | Junior Doctors
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
'আমরা ভরসা হারাচ্ছি! কর্মবিরতি উঠবে না' বৈঠক শেষে কড়া বার্তা Junior Doctors-দের | RG Kar Protest |