উত্তরপ্রদেশ: ৭,০০০ টাকা ফি বাকি থাকায় পরীক্ষায় বাধা, আত্মঘাতী পড়ুয়াকে ব্যঙ্গ অধ্যক্ষের!

Published : Nov 09, 2025, 05:29 PM ISTUpdated : Nov 09, 2025, 05:39 PM IST
money

সংক্ষিপ্ত

DAV PG Degree College: উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুধানায় (Budhana) ডিএভি পি জি ডিগ্রি কলেজে এক পড়ুয়ার আত্মহনন ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ওই কলেজের অধ্যক্ষ মৃত পড়ুয়াকে ব্যঙ্গ করায় বিতর্কও তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
কলেজে পড়ুয়াকে হেনস্থা
উত্তরপ্রদেশের কলেজে পড়ুয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই পড়ুয়া আত্মহত্যা করেছেন।

UP Student’s Self-Immolation: কলেজে সাত হাজার টাকা ফি বাকি ছিল। সেই টাকা জোগাড় করতে পারেননি ওই পড়ুয়া। এই কারণে পরীক্ষায় বসার অনুমতি দেননি অধ্যক্ষ। এই কারণে ক্লাসরুমে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করলেন ওই পড়ুয়া। এই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুধানার (Budhana) ডিএভি পিজি ডিগ্রি কলেজে (DAV PG Degree College)। মৃত পড়ুয়ার নাম উজ্জ্বল রানা (Ujjwal Rana)। তাঁর বয়স ২৪ বছর। তিনি বি এ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁকে কলেজ কর্তৃপক্ষ ক্রমাগত হেনস্থা ও অপমান করত বলে অভিযোগ। কারণ, যে পড়ুয়ারা আর্থিকভাবে পিছিয়ে, তাঁদের হয়ে কথা বলতেন উজ্জ্বল। তিনি আত্মঘাতী হওয়ার পর কলেজের অনেক পড়ুয়াই সরব হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে উজ্জ্বলের গায়ে আগুন দেওয়ার ভিডিও। এই ভিডিও দেশজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে।

বিতর্কে কলেজের অধ্যক্ষ

এই কলেজের অধ্যক্ষ বিতর্কে জড়িয়েছেন। তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। আত্মঘাতী হওয়ার আগে উজ্জ্বল এক ভিডিও রেকর্ড করেন এবং নিজে হাতে এক নোট লিখে যান। তিনি অধ্যক্ষ প্রদীপ কুমারের (Pradeep Kumar) বিরুদ্ধে শারীরিক নির্যাতন ও গালিগালাজ করার অভিযোগ এনেছেন। মৃত পড়ুয়ার আরও অভিযোগ, তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু পুলিশ তাঁকে সাহায্য করার বদলে কলেজ কর্তৃপক্ষের হয়ে কথা বলে। ফলে তিনি বিচারব্যবস্থার উপর ভরসা হারান। উজ্জ্বলের এই নোটে তিন পুলিশকর্মী ও অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

 

 

আত্মঘাতী পড়ুয়াকে ব্যঙ্গ অধ্যক্ষের

আত্মহত্যা করা উজ্জ্বলকে ব্যঙ্গ করে অধ্যক্ষ বলেছেন, ‘ওই পড়ুয়া মাত্র ১,৭৫০ টাকা ফি দিয়েছিল। ও ক্লাসেও আসত না। ওর মোবাইল ফোনের দাম ২৫,০০০ টাকা। ও রোজ মোটরসাইকেলে চড়ে কলেজে আসত। তার তেলের খরচ ছিল। ওর মোটরসাইকেলের দাম অন্তত এক লক্ষ টাকা। ওকে কীভাবে দরিদ্র বা দলিত বলে ধরে নেব? ও সত্যিই গরিব হলে সরকারি সাহায্য নেয়নি কেন?’ অধ্যক্ষের এই মন্তব্যে বিতর্ক তুঙ্গে উঠেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৭০০০
কলেজে ৭০০০ টাকা ফি বাকি থাকায় পরীক্ষা দিতে বাধা
কলেজে ৭০০০ টাকা ফি বাকি থাকায় পরীক্ষা বসতে পারেননি। ক্লাসরুমেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা পড়ুয়ার।
Read more Articles on
click me!

Recommended Stories

'বাবরি মসজিদ হলে পরিণাম ভালো হবে না' হুমায়ুনকে চরম হুঁশিয়ারি শঙ্করাচার্যের
এনডিএ সাংসদদের জন্য মোদীর নৈশভোজ আয়োজন: আঞ্চলিক ও বাজরা সমৃদ্ধ মেনু