Defence News: চিন-পাকিস্তানের মোকাবিলায় GE প্রযুক্তির ব্যবহার, মোদীর মার্কিন সফরেই বড় প্রতিরক্ষা চুক্তি হতে পারে

আন্তঃসরকারি চুক্তির আওতায় বহু বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হবে। ওহিও-ভিত্তিক GE Aerospace, GE-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, ভারতে জটিল জেট ইঞ্জিন প্রযুক্তি তৈরি করবে।

 

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মার্কিন সফর ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। মোদীর মার্কিন সফরের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আর মাত্র দুই সপ্তাহ বাকি রয়েছে। মোদীর মার্কিন সফরে জেনারেল ইলেকট্রিক (GE) প্রযুক্তি ব্যবহার করে ভারত যুদ্ধ বিমান তৈরির কথা ঘোষণা করতে পারে। ২০১২ সাল থেকে এই প্রযুক্তি হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন সোমহারক দিল্লিতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা বিষয় নিয়ে আলোচনা করেছেব। সেখানে তারা GE প্রযুক্তি হস্তান্তর চুক্তি নিয়ে আলোতনা করেছে। সূত্রের খবর GE চুক্তি সংক্রান্ত বিষয়গুলি চিনের আক্রমণাত্মক পদক্ষেপ ও পাকিস্তানের চলমান পরিস্থিতির সঙ্গে আলোচনায় প্রাধান্য পেয়েছে।

Latest Videos

আন্তঃসরকারি চুক্তির আওতায় বহু বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হবে। ওহিও-ভিত্তিক GE Aerospace, GE-এর একটি সহযোগী প্রতিষ্ঠান, ভারতে জটিল জেট ইঞ্জিন প্রযুক্তি তৈরি করবে।

প্রধানমন্ত্রী ২১-২৪ জুন মার্কিন সফরে যাবেন। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন তাঁকে হোয়াইট হাউসে স্বাগত জানাবেন।

তবে GE র মাধ্যমে উৎপাদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তেজস এম -২-সব ভবিষ্যতের সমস্ত যুদ্ধ বিমান GE F414 ইঞ্জিন দ্বারা চালিত হবে। অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট (AMCA) এবং টুইন ইঞ্জিন ডেক বেসড ফাইটার (TEDBF) একই ইঞ্জিনে সজ্জিত থাকবে।

চলতি বছর মার্চ মাসে মার্কিন বিমান বাহিনী সেক্রেটারি ফ্রাঙ্ক কেন্ডাল বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তর করতে ইচ্ছুক। এছাডাও দুই মন্ত্রী ইন্দো প্যাসিফিক বেশ কয়েকটি এলাকার নিরাপত্তা নিয়ে আলোচনা করেন। প্রতিরক্ষা সংস্থার সূত্রগুলি বলেছে যে রাজনাথ সিং তার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর ভারত থেকে সোর্সিং বাড়াতে এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাথে ব্যবহারের সরঞ্জামগুলির জন্য ভারতে এমআরও (রক্ষণাবেক্ষণ, মেরামত এবং ওভারহল) সুবিধা স্থাপন করতে বলেছেন এবং এই অঞ্চলকেও পূরণ করতে পারে।

২০২১ সালে সালে, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের পাবলিক সেক্টরের উদ্যোগ LCA Mk 1A বিমানের জন্য 99 F404-GE-IN20 ইঞ্জিন সরবরাহের জন্য GE Aviation এর সাথে USD 716 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে। 40 LCA ফাইটার এয়ারক্রাফ্টের মৌলিক সংস্করণটি F404-GE-IN20 ইঞ্জিন দ্বারা চালিত।

আরও পড়ুনঃ

'রাহুল গান্ধী নফরতের মেগা শপিং মল খুলে বসে রয়েছেন', চড়া সুরে আক্রমণ ডেপি নাড্ডার

ওড়িশা ট্রেন দুর্ঘটনার তদন্ত করবে সিবিআই, সুপারিশ রেলওয়ে বোর্ডের:অশ্বিনী বৈষ্ণব

ছিঃ ছিঃ! ক্রিকেট বলে হাত দেওয়ায় দলিত শিশুর মামার বুড়ো আঙুল কেটে সাজা গুজরাটে

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?