ফের দেশে তরুণী মৃত্যু! হস্টেলের মেঝে থেকে উদ্ধার এনআইএ অফিসারের মেয়ের মৃতদেহ, ভয়ঙ্কর কাণ্ড উত্তরপ্রদেশে

সংক্ষিপ্ত

ফের দেশে তরুণী মৃত্যু! হস্টেলের মেঝে থেকে উদ্ধার এনআইএ অফিসারের মেয়ের মৃতদেহ, ভয়ঙ্কর কাণ্ড উত্তরপ্রদেশে

এবার লখনও বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে উদ্ধার হল এক তরুণীর দেহ। মৃত তরুণী এনআইএ আধিকারের মেয়ে বলে জানা গিয়েছে।

মৃতার নাম অঙ্কিতা রাস্তোগি বলে জানা গিয়েছে। রবিবার লখনউয়ের রাম মনোহর লোহিয়া বিশ্ববিদ্যালয়ের মহিলাদের হস্টেল থেকে তরুণীর দেহ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্রী ছিলেন তরুণী।

Latest Videos

হস্টেলের মেঝেতে অচৈতন্য অবস্থায় পাওয়ার পরে তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

জানা যায় রবিবার অনেক ডাকাডাকির পরেও অঙ্কিতা দরজা না খোলায় পরে দরজা ভেঙে ভিতরে ঢুকলে দেখা যায় মেঝেতে অচৈতন্য অবস্থায় পরে রয়েছেন অঙ্কিতা।

ড:রাম মনোহর লোহিয়া বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষে এলএলবি নিয়ে পড়ছিলেন এই তরুণী। তাঁর বাবা সন্তোষ রাস্তোগি দিল্লিতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির ইনস্পেক্টর জেনারেল পদে রয়েছেন ।

ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে অঙ্কিতার দেহ। কিন্তু কীভাবে এনআইএ আধিকারিকের মেয়ের মৃত্যু হল তা নিয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। ঘটনার তদন্তে নেমেছে উত্তর প্রদেশের পুলিশ।

                             আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

‘তৃণমূলের কাছ থেকে চাকরি কিনেছেন যারা মমতার কাছ থেকে টাকা চান’ মমতা সরকারকে একহাত নিলেন সুকান্ত
'আগামী দিনে মমতাকে জেলে থাকতে হবে সেই ব্যবস্থা করা হচ্ছে', মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য্যের