Pahalgam: 'কলমা পাঠ করছিলাম বলে জঙ্গিরা আমাকে গুলি করেনি,' এখনও আতঙ্কে অসমের অধ্যাপক

Published : Apr 23, 2025, 07:32 PM ISTUpdated : Apr 23, 2025, 08:05 PM IST
Security personnel carry out a search operation at Baisaran following the Pahalgam terrorist attack

সংক্ষিপ্ত

Pahalgam Terror Attack: পহলগাঁওয়ে জঙ্গিরা নিরীহ পর্যটকদের ধর্মীয় পরিচয় যাচাই করে খুন করেছে। এই ঘটনায় দেশজুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। জঙ্গিদের দমন করতে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।

Pahalgam Terrorist Attack: মুসলিম ধর্মাবলম্বীদের মতোই কলমা পাঠ করতে পারেন বলে পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলি থেকে রেহাই পেলেন অসমের এক বাঙালি ব্রাহ্মণ অধ্যাপক। তাঁর নাম দেবাশিস ভট্টাচার্য। তিনি ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কলমা পাঠ করছেন দেখে তাঁকে গুলি না করে অন্য একজনকে গুলি করে জঙ্গিরা। ভিন্ন ধর্মের রীতি-নীতির বিষয়ে জ্ঞান থাকার জন্যই এই অধ্যাপক বেঁচে গেলেন। অসমের শিলচরে অবস্থিত অসম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের অধ্যাপক দেবাশিস। মঙ্গলবার তিনি পহেলগাঁওয়ে ছিলেন। সেই সময়ই হামলা চালায় জঙ্গিরা। তারা পর্যটকদের ধর্ম যাচাই করছিল। সেই সময়ই প্রাণ বাঁচাতে কলমা পাঠ শুরু করেন দেবাশিস। তাঁর কলমা পাঠ জঙ্গিদের কানে যায়। তারা ভেবে নেয়, এই অধ্যাপক মুসলিম। এই কারণেই তারা অন্যদের হত্যা করলেও, দেবাশিসকে ছেড়ে দেয়।

ভয়াবহ অভিজ্ঞতা অধ্যাপকের

দেবাশিস জানিয়েছেন, ‘আমি পরিবারের সদস্যদের সঙ্গে গাছের তলায় শুয়েছিলাম। আমি যখন শুনতে পাই আমার পাশে সবাই কলমা পাঠ করছে, তখন আমিও কলমা পাঠ করতে শুরু করি। তারপর ছদ্মবেশী এক জঙ্গি আমার কাছে এসে আমার পিছনে থাকা এক ব্যক্তির মাথায় গুলি করে। তারপর সে আমার সামনে দাঁড়িয়ে বলে, কী করছো? আমি তখন আরও জোরে কলমা পাঠ শুরু করি। আমি জানি না কেন, তারপর ও সরে যায়।’

২ ঘণ্টা হেঁটে প্রাণরক্ষা

অধ্যাপক আরও জানিয়েছেন, 'জঙ্গিরা আমাদের কাছ থেকে সরে গিয়েছে দেখে সুযোগ বুঝে স্ত্রী ও ছেলেকে নিয়ে আমি পাহাড়ি রাস্তায় হাঁটতে শুরু করি। আমরা বেষ্টনী পেরিয়ে যাই। ঘোড়ার পায়ের চিহ্ন ধরে আমরা প্রায় দু'ঘণ্টা হাঁটি। তারপর আমরা ঘোড়া পাই। সেই ঘোড়ায় চড়ে হোটেলে ফিরি। আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে বেঁচে আছি।' এই অধ্যাপক কলমা পাঠ করে সপরিবারে বেঁচে গেলেও, সবাই তা করতে পারেননি। যাঁরা কলমা পাঠ করতে পারেন না, তাঁদের রেহাই দেয়নি জঙ্গিরা

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

রাহুলে বিরক্ত মোদী! খাড়্গেকে টপকে শশী থারুরকে আমন্ত্রণ, রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে মোদী-পুতিন
পুতিনকে গার্ড অফ অনার: দেখে নিন রাষ্ট্রপতি ভবনের ৫টি বিশেষ মুহূর্তের ছবি