দিল্লি বায়ুদূষণ: কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের, বাড়ির বাইরে খেলা বন্ধ

Published : Nov 21, 2025, 03:01 PM ISTUpdated : Nov 21, 2025, 03:07 PM IST
Delhi pollution

সংক্ষিপ্ত

Delhi Air Pollution: প্রতি বছরই শীতকাল শুরু হওয়ার আগে দিল্লিতে বায়ুদূষণ মাত্রা ছাড়িয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। দীপাবলির (Diwali 2025) পর থেকেই শুরু হয়েছে দূষণ। কবে বাতাসের গুণগত মানের উন্নতি হবে, সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

DID YOU KNOW ?
দিল্লিতে মাত্রাছাড়া দূষণ
দীপাবলির পর থেকেই দিল্লি-এনসিআর অঞ্চলে বায়ুদূষণ মাত্রা ছাড়িয়েছে। ফলে সবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Delhi Air Quality: চলতি মাসে এবং আগামী মাসে দিল্লিতে কোনও আউটডোর ক্রীড়া প্রতিযোগিতা হবে না। বাড়ির বাইরে শুধু খেলাই নয়, অন্য ধরনের কার্যকলাপও যথাসম্ভব কম করতে হবে। এমনই নির্দেশিকা জারি করেছে দিল্লি সরকার (Delhi Government)। বায়ুদূষণ মাত্রা ছাড়িয়ে যাওয়ার কারণেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। এখন দিল্লি ও এনসিআর অঞ্চলে বায়ুদূষণ প্রবল। এই কারণে সবার স্বাস্থ্যের কথা মাথায় রেখেই আউটডোর ইভেন্টের উপর বিধিনিষেধ জারি করা হয়েছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট (Supreme Court) কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টকে (Commission for Air Quality Management) বলে, দিল্লির স্কুলগুলিতে নভেম্বর ও ডিসেম্বরে সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করার নির্দেশ দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখতে হবে। তারপরেই দিল্লি সরকার এই নির্দেশিকা জারি করল।

শিশুদের স্বাস্থ্যের দিকে নজর

কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট বলেছে, দিল্লিতে মাত্রাধিক বায়ুদূষণের কারণে শিশুদের স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণে আপাতত দিল্লি-এনসিআর অঞ্চলে সব ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত করে দেওয়া হচ্ছে। বায়ুদূষণের মাত্রা কমলে তারপর আবার ক্রীড়া প্রতিযোগিতার অনুমতি দেওয়া হতে পারে। দিল্লি-এনসিআর অঞ্চলের সব বিশ্ববিদ্যালয়, কলেজ ও অনুমোদিত ক্রীড়া সংস্থাগুলিকে এই নির্দেশিকার কথা জানিয়ে দেওয়া হয়েছে। ফলে ক্রীড়াবিদরা সমস্যায় পড়ে গিয়েছেন। ফুটবল, ক্রিকেট, হকি-সহ বিভিন্ন খেলা বা অনুশীলন ইন্ডোরে চালানো সম্ভব নয়। ফলে আপাতত এই খেলাগুলির সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনুশীলন ও খেলা বন্ধ রাখতে হবে। না হলে অন্য জায়গায় চলে যেতে হবে।

দিল্লিতে বায়ুদূষণ 'খুব খারাপ'

এই মুহূর্তে দিল্লিতে বায়ুর গুণমান ৩২৬। যা 'খুব খারাপ' হিসেবে পরিগণিত হয়। এই বায়ুতে নিশ্বাস নেওয়া রোজ ১০-১১টি সিগারেট খাওয়ার সমান। বাতাসের অবস্থা এমন থাকলে সবারই স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা থাকে। এই কারণেই দিল্লিবাসীদের স্বাস্থ্যের কথা ভেবে বাড়ির বাইরে যথাসম্ভব কম সময় কাটানোর পরামর্শ দিচ্ছে সরকার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৩২৬
এই মুহূর্তে দিল্লিতে বাতাসের গুণমান ৩২৬।
দিল্লি-এনসিআর অঞ্চলে এই মুহূর্তে বাতাসের যা গুণমান, তাতে নিশ্বাস নেওয়া রোজ ১০-১১টি সিগারেট খাওয়ার সমান।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারতের এয়ারলাইনের ইতিহাসে বড় বিপর্যয়! ইন্ডিগো একদিনে তার ৪০০ ফ্লাইট বাতিল করেছে
কেন ২০ ডিসেম্বর মোদী নদিয়ার রাণাঘাটে জনসভা করবেন? জানালেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়