'কংগ্রেসকে হারাতে পেরেছে, আপ-কে জেতাতে পারেনি,' ইন্ডিয়া জোটকে কটাক্ষ মোদীর

বিধানসভা নির্বাচনে বিজেপি-কে সমর্থন করার জন্য শনিবার দিল্লির জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে তাঁরা জাতীয় রাজধানীকে 'আপ-দা মুক্ত' করতে পেরে স্বস্তি বোধ করছেন।

এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি-কে সমর্থন করার জন্য শনিবার দিল্লির জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন যে তাঁরা জাতীয় রাজধানীকে 'আপ-দা মুক্ত' করতে পেরে স্বস্তি বোধ করছেন। শনিবার দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি-র চমকপ্রদ জয়ের পর দলীয় সদর দফতরে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে মোদী বলেছেন, ‘অগ্রগতি এবং উন্নয়নের মাধ্যমে দিল্লির জনগণের ভালোবাসার প্রতিদান দেবে বিজেপি।’ তিনি ক্ষমতাসীন আম আদমি পার্টির প্রতি কটাক্ষ করে অরবিন্দ কেজরিওয়ালের দলকে 'আপদা' (দুর্ঘটনা) বলে উল্লেখ করেছেন। মোদী বলেছেন, ‘আমি দিল্লির জনগণকে ধন্যবাদ জানাই। দিল্লি আমাদের পুরো মন দিয়ে ভালোবাসা দিয়েছে এবং আমি আবারও জনগণকে আশ্বস্ত করছি যে আমরা আপনাদের ভালোবাসার দ্বিগুণ প্রতিদান দেব উন্নয়নের মাধ্যমে। আজ দিল্লির জনগণের মনে উত্তেজনা এবং স্বস্তি রয়েছে। জয়ের জন্য উত্তেজনা এবং স্বস্তি হল দিল্লিকে 'আপ-দা' মুক্ত করার জন্য। আমি মাথা নত করে দিল্লির জনগণকে মোদীর গ্যারান্টিতে বিশ্বাস করার জন্য ধন্যবাদ জানাই।’

দিল্লিতে ৪৮ আসনে জয় বিজেপি-র

Latest Videos

অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছিল, এবার দিল্লিতে ক্ষমতায় ফিরছে বিজেপি। শনিবার নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেল, ৪৮ আসনে জয় পেয়েছে বিজেপি। দিল্লির বিদায়ী শাসক দল আম আদমি পার্টি ২২ আসন পেয়েছে। নয়াদিল্লি কেন্দ্রে হেরে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া-সহ আম আদমি পার্টির একাধিক বড়মাপের নেতাও হেরে গিয়েছেন।

 

 

'বিজেপি-র ঐতিহাসিক জয়'

এবার দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি-র জয়কে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন মোদী। তিনি বলেছেন, ‘এটি কোনও সাধারণ জয় নয়। দিল্লির জনগণ 'আপ-দা'-কে তাড়িয়ে দিয়েছে। দিল্লি 'আপ-দা' থেকে মুক্ত হয়েছে। দিল্লির জনাদেশ স্পষ্ট। আজ উন্নয়ন, দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাস দিল্লিতে জয়ী হয়েছে। আজ জাঁকজমক, বিশৃঙ্খলা, অহঙ্কার এবং দিল্লিকে গ্রাস করে নেওয়া 'আপ-দা' পরাজিত হয়েছে। আমি এই জয়ের জন্য প্রতিটি বিজেপি কর্মী এবং আপনাদের সবাইকে অভিনন্দন জানাই।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'মিথ্যা-লুটপাটের রাজনীতি থামার স্পষ্ট ইঙ্গিত,' দিল্লি-মিল্কিপুরের ফল নিয়ে দাবি যোগীর

দিল্লির মসনদে ২৭ বছর পরে বিজেপি, কে হতে চলেছেন মুখ্যমন্ত্রী? উঠে আসছে এই ৪টি নাম

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Nandigram News: সোনাচূড়ায় শহিদ বেদীতে মাল্যদান, নন্দীগ্রামের স্মৃতিতে ফিরে গেলেন Suvendu Adhikari
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের
‘Hindu-দের আস্থায় আঘাত করলে উপড়ে ফেলব!’ Bhabanipur-এ Mamata banerjee-কে তোপ দাগলেন Suvendu Adhikari
Nadia News: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়
Yogi Adityanath : হোলির দিনে বিরোধীদের আক্রমণ যোগীর, দেখুন কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী