দিল্লি বিধানসভা নির্বাচন এবং উত্তরপ্রদেশের মিল্কিপুর উপনির্বাচনে বিজেপি-র জয়ে উজ্জীবিত হয়ে উঠেছে গেরুয়া শিবির। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এই ফলে খুশি।
দিল্লি বিধানসভা নির্বাচন এবং মিল্কিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি-র জয়ের পর নাম না করে আম আদমি পার্টি ও সমাজবাদী পার্টিকে কটাক্ষ করলেন যোগী আদিত্যনাথ। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘মিথ্যা ও লুটপাটের রাজনীতি এবার পুরোপুরি থেমে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১১ বছর ধরে যে সেবা, সুরক্ষা, সুশাসন ও জনকল্যাণমূলক কাজ চলছে, তার ফলেই এই জয় এল। দিল্লিতে জয় পাওয়া সব প্রার্থী, বিজেপি-র সব কর্মীকে অভিনন্দন জানাচ্ছি। আড়াই দশক পর দিল্লিতে পদ্ম ফোটানোর জন্য অভিনন্দন।’
দিল্লিতে বিজেপি-র জয়ে উচ্ছ্বসিত যোগী
২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। শনিবার ফল প্রকাশের পর 'এক্স' হ্যান্ডলে যোগী লিখেছেন, ‘দিল্লি বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যে ঐতিহাসিক জয় পেয়েছে, তার জন্য দলের প্রতি নিষ্ঠাবান সব পদাধিকারী, কর্মীকে আন্তরিক অভিনন্দন জানাই। এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি-র যোগ্য নেতৃত্বে এবং তাঁর সর্বহিতগ্রাহী, জনকল্যাণকারী এবং সবার উন্নয়নের জন্য নেওয়া নীতির প্রতি আস্থা রেখেছেন দিল্লির মানুষ। সব বিজয়ী প্রার্থীকে অভিনন্দন। দিল্লির সুশাসনপ্রেমী দেবতুল্য জনতা-জনার্দনকে অভিনন্দন।’
মিল্কিপুরে সম্মানের লড়াইয়ে জয়ী বিজেপি
অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পরেও লোকসভা নির্বাচনে সেখানে জয় পান সমাজবাদী পার্টি প্রার্থী অবদেশ প্রসাদ। এবার মিল্কিপুর বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি প্রার্থী ছিলেন অবদেশের ছেলে অজিত প্রসাদ। তাঁকে ৬১,৭১০ ভোটে হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী চন্দ্রভানু পাসোয়ান। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে সামগ্রিকভাবে বিজেপি-র ফল ভালো হয়নি। মিল্কিপুরে এই জয়ে স্বস্তিতে গেরুয়া শিবির। 'এক্স' হ্যান্ডলে যোগী লিখেছেন, ‘মিল্কিপুর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি যে ঐতিহাসিক জয় পেয়েছে, তার জন্য দলের সব নিষ্ঠাবান পদাধিকারী এবং সব কর্মঠ কর্মীকে অভিনন্দন। জয়ী প্রার্থী চন্দ্রভানু পাসোয়ানকে অভিনন্দন। মিল্কিপুর বিধানসভা কেন্দ্রের মানুষকেও অভিনন্দন। তাঁরা উত্তরপ্রদেশের উন্নয়ন ও সুশাসনের পক্ষে ভোট দিয়েছেন। জয় শ্রীরাম।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
দিল্লির মসনদে ২৭ বছর পরে বিজেপি, কে হতে চলেছেন মুখ্যমন্ত্রী? উঠে আসছে এই ৪টি নাম
কোটি কোটি টাকার মালিক বিজেপির প্রবেশ বর্মা, কিন্তু মাথার ওপর দেনা কয়েক লক্ষ টাকার