Delhi Blast News: দিল্লী বিস্ফোরণকাণ্ডে বাংলা যোগ? প্রেসিডেন্সি জেলে বসেই ভয়ানক নাশকতার ছক

Published : Nov 17, 2025, 08:12 PM IST
Delhi Blast News: দিল্লী বিস্ফোরণকাণ্ডে বাংলা যোগ? প্রেসিডেন্সি জেলে বসেই ভয়ানক নাশকতার ছক

সংক্ষিপ্ত

Delhi Blast News: ইতিমধ্যেই একাধিক এজেন্সি এই ঘটনার তদন্ত শুরু করেছে। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে জঙ্গিযোগ রয়েছে। দিল্লী বিস্ফোরণ কাণ্ডে শাহীনকে গ্রেফতারের পরই, জঙ্গিযোগের কথা জানতে পেরেছেন তদন্তকারীরা।

Delhi Blast News: দিল্লী বিস্ফোরণকাণ্ডে কি বাংলা যোগ? এই ঘটনায় এবার নাম জাড়ালো নদিয়ার পলাশীপাড়ার বাসিন্দা সাবির আহমেদের (delhi blast news)। যদিও বেআইনিভাবে মাদক পাচারের অভিযোগে সে বর্তমানে জেল হেফাজতে রয়েছে। প্রেসিডেন্সি জেলে বন্দি সাবির আহমেদ। এবার তাঁর নামই জড়াল দিল্লী বিস্ফোরণকাণ্ডে (red fort explosion)। 

দিল্লী বিস্ফোরণকাণ্ডে বাংলা যোগ

তবে প্রশ্ন উঠছে, বন্দী অবস্থায় কীভাবে দেশবিরোধী কাজকর্ম চালাত সে? দিল্লীর লালকেল্লার সামনে ঘটে যাওয়া এই বিস্ফোরণে মৃত্যু হয় অনেকের। আহত হন বহু। ইতিমধ্যেই একাধিক এজেন্সি এই ঘটনার তদন্ত শুরু করেছে। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে জঙ্গিযোগ রয়েছে। দিল্লী বিস্ফোরণ কাণ্ডে শাহীনকে গ্রেফতারের পরই, জঙ্গিযোগের কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। 

মূলত, বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপের মাধ্যমেই তারা এই দেশদ্রোহী কাজকর্ম চালাত। আর প্রতিটি গ্রুপের মেন্টর হিসেবে কাজ করত সেই শাহীন। আর সেই গ্রুপের সক্রিয় সদস্য ছিল নদীয়ার জেলবন্দি সাবির আহমেদ। 

তদন্তকারী সংস্থা জানতে পেরেছে, এই সাবির আহমেদ বিভিন্ন সময় ভারত বিরোধী প্রচার এবং দেশবিরোধী কাজের উৎসাহ প্রদান করতেও সাহায্য করত। ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা জেলবন্দীদের দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ চালায় বলে খবর। জেলবন্দি থাকা অবস্থায় কীভাবে তারা মোবাইল ব্যবহার করতে পেরেছে, সেই প্রশ্ন ঘোরাফেরা করছে গোয়েন্দাদের মধ্যেই। 

দিল্লী বিস্ফোরণের ঘটনার সঙ্গেও তাঁর যোগ থাকতে পারে?

গোয়েন্দা সংস্থার একটি প্রতিনিধি দল নদিয়ার পলাশীপাড়ায় যেতে পারে বলে জানা গেছে। এদিকে গত ১২ নভেম্বর রাতে, এসটিএফ পলাশীপাড়া থানার সহায়তায় বড় নলদহ এলাকা থেকে সাবিরের ভাই ফাইজাল আহমেদকে আটক করে। তবে তাঁকে গ্রেফতার করা হয়েছে কিনা এখনও জানা যায়নি। এই ঘটনার পর, কিছু সূত্র দাবি করেছে যে, জেলবন্দি অবস্থায় সাবির দেশের বিরুদ্ধে কার্যকলাপ চালাতেন এবং দিল্লী বিস্ফোরণের ঘটনার সঙ্গেও তাঁর যোগ থাকতে পারে। 

তবে তাঁর পরিবার এইসব অভিযোগ অস্বীকার করেছে। কৃষ্ণনগরের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) জানান, “কিছুদিন আগে এসটিএফ সাবিরের ভাইকে গ্রেফতার করে নিয়ে যায়। তবে বিস্ফোরণের বিষয়ে সাবিরের যোগ থাকার বিষয়ে কোনও তথ্য আমাদের কাছে নেই।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Railways: এবার তৎকাল টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় রদবদল, জানিয়ে দিল রেল
রজস্বলা নাবালিকাকে একটা স্যানিটারি ন্যাপকিন দিতে ব্যর্থ ইন্ডিগো, বাবার কাতর আর্জির ভিডিয়ো ভাইরাল