দিল্লীতে আরও বাড়বে শীতের দাপট, ১৫ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধের নির্দেশ দিল প্রশাসন

Published : Jan 09, 2023, 10:13 AM IST
delhi winter cold wave

সংক্ষিপ্ত

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে আরও কমবে দিল্লীর তাপমাত্রা। ইতিমধ্যেই বেসরকারি স্কুলগুলিকে ছুটি ঘোষণা করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

প্রবল ঠান্ডাট কাঁপছে দিল্লী। শৈত্যপ্রবাহের দাপটে হারকাঁপানো ঠান্ডা উত্তরভারত জুড়ে। পাশাপাশি ঘন কুয়াশার জেরে কমেছে দৃশ্যমানতা। ফলে ব্যহত ট্রেন থেকে বিমান পরিষেবা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে দৃশ্যমানতা কমে ৫০ মিটারে পৌঁছেছে। বিমানের উড়ান ও অবতরণে সমস্যা হওয়ায় ভোরের দিকের বেশিরভাগ বিমান বাতিল করা হয়েছে। বেলার দিকেও ঘন কুয়াশার জেরে একাধিক বিমানের সময় পরিবর্তন করা হয়। আজ দিল্লি বিমান বন্দর থেকে দেরিতে উড়েছে অন্তত ২০টি বিমান। সন্ধ্যার দিকেও সতর্কতা অবলম্বন করে বিমানের উড়ান ও অবতরণ করা হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে আরও কমবে দিল্লীর তাপমাত্রা। ইতিমধ্যেই বেসরকারি স্কুলগুলিকে ছুটি ঘোষণা করার নির্দেশ দিয়েছে প্রশাসন।

রাজধানীর বেশ কিছু জায়গায় তাপমাত্রা নেমেছে ২ ডিগ্রির ঘরে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী আগামী বেশ কিছুদিন চলবে শৈত্যপ্রবাহ। এর জেরেই আগামী কয়েকদিন বেসরকারি স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দিল দিল্লী ডায়েরেক্টর অফ এডুকেশন। শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,'দিল্লিতে বিরাজমান শৈত্যপ্রবাহের পরিপ্রেক্ষিতে দিল্লির সমস্ত বেসরকারী স্কুলগুলিকে ১৫ জানুয়ারী, ২০২৩ পর্যন্ত বন্ধ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।'

রাজধানীতে ১-এর ঘরে নামল তাপমাত্রা। গতকাল মরশুমের শীতলতম দিনের সাক্ষী থাকল দিল্লী। কয়েকদিন আগে দিল্লীর বেশ কিছু এলাকায় ২.২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল তাপমাত্রা। আজ তাপমাত্রার পারদ আরও নামল। রাজধানীর বেশ কিছু অঞ্চলে ১.৯ ডিগ্রিতে পৌঁছেছে। দিল্লীর সফদরজং-এ আজ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ থেকে ৭ ডিগ্রি কম। গত দশবছরের রেকর্ড তাপমাত্রার পতন। এর আগে ২০২১ সালে দিল্লীর তাপমাত্রা ১.১ ডিগ্রিতে নেমেছিল। এই বছর মিলিয়ে বিগত ১০ বছরে তৃতীয়বার জানুয়ারি মাসে ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামল তাপমাত্রা। পাশাপাশি প্রবল কুয়াশার জেড়ে কমেছে দৃশ্যমানতাও।

আরও পড়ুন - 

বন্দে ভারত এক্সপ্রেসে ফের পাথর-দিল্লিতে রেকর্ড পতন তাপমাত্রা- একনজরে সারাদিনে ঘটে যাওয়া দেশের গুরুত্বপূর্ণ ১০টি খবর

শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লী, ঘন কুয়াশার জেরে রাজধানীতে বাতিল একাধিক বিমান

সিপিএমের শাখা সংগঠনের হোর্ডিংয়ে বেনজির ভুট্টোর ছবি, 'দেশদ্রোহীতা'র ছায়া দেখছে বিজেপি, প্রশ্ন তুলল কংগ্রেসও

PREV
click me!

Recommended Stories

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট
কেন্দ্রীয় অধীনস্থ সংস্থায় বিজনেস অ্যানালিস্ট পদে কর্মী নিয়োগ, জানুন আবেদনের শেষ তারিখ