নতুন বছরের শুরু থেকেই শীতের দাপটে কাঁপছে রাজধানী। ডিসেম্বরের শেষ থেকেই শৈত্য প্রবাহ দিল্লীতে। জানুয়ারির তৃতীয় সপ্তাহতেও অব্যহত শীতের দাপট। ১৩ জানুয়ারি শুক্রবার দিল্লীতে তাপমাত্রার পারদ নামল ৫ডিগ্রি সেলসিয়াসে।
জানুয়ারির তৃতীয় সপ্তাহতেও রাজধানীতে অব্যহত শীতের ঝোড়ো ব্যাটিং। ঠান্ডার পাশাপাশি কমছে না কুয়াশার দাপটও। শুক্রবার সকালেও ঘন কুয়াশার চাদরে ঢাকল রাজধানী। ঘন কুয়াশার জেরে রাজধানীতে ব্যহত বিমান পরিষেবাও। দৃশ্যমানতা কমে যাওয়ায় দেরিতে চলছে বেশ কিছু বিমান। শুক্রবার এমনটাই জানিয়েছে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাধিক বিমানের উড়ান ও অবতরণে দেরি হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর আজ দিল্লি-সানফ্রান্সিসকো/কাঠমান্ডু, দিল্লি-চণ্ডীগড়-কুল্লু, দিল্লি-জয়পুর, দিল্লি-ধরমশালা-চণ্ডীগড়, দিল্লি-শিমলা-দেহরাদূন ইত্যাদি শাখায় ব্যহত বিমান পরিষেবা। কমপক্ষে ৬টি বিমান তাদের নির্ধারিত সময়ের থেকে দেরিতে উড়েছে।
নতুন বছরের শুরু থেকেই শীতের দাপটে কাঁপছে রাজধানী। ডিসেম্বরের শেষ থেকেই শৈত্য প্রবাহ দিল্লীতে। জানুয়ারির তৃতীয় সপ্তাহতেও অব্যহত শীতের দাপট। ১৩ জানুয়ারি শুক্রবার দিল্লীতে তাপমাত্রার পারদ নামল ৫ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী শুক্রবার সকাল ৬টা নাগাদ দিল্লীর সফদরজং একালায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৯ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার জেরে পালাম এলাকায় দৃশ্যমানতা নেমেছিল ১০০ মিটারে।
কিছুদিন আগেই রাজধানীর বেশ কিছু জায়গায় তাপমাত্রা নেমেছিল ২ ডিগ্রির ঘরে। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী আগামী বেশ কিছুদিন চলবে শৈত্যপ্রবাহ। এর জেরেই আগামী কয়েকদিন বেসরকারি স্কুলগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল দিল্লী ডায়েরেক্টর অফ এডুকেশন। শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,'দিল্লিতে বিরাজমান শৈত্যপ্রবাহের পরিপ্রেক্ষিতে দিল্লির সমস্ত বেসরকারী স্কুলগুলিকে ১৫ জানুয়ারী, ২০২৩ পর্যন্ত বন্ধ থাকার পরামর্শ দেওয়া হয়েছে।' প্রসঙ্গত, এর আগেও ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে দৃশ্যমানতা কমে ৫০ মিটারে পৌঁছেছিল। বিমানের উড়ান ও অবতরণে সমস্যা হওয়ায় ভোরের দিকের বেশিরভাগ বিমান বাতিল করা হয়েছিল। বেলার দিকেও ঘন কুয়াশার জেরে একাধিক বিমানের সময় পরিবর্তন করা হয়। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে আরও কমবে দিল্লীর তাপমাত্রা। ইতিমধ্যেই বেসরকারি স্কুলগুলিকে ছুটি ঘোষণা করার নির্দেশ দিয়েছে প্রশাসন। '
আরও পড়ুন -
১২৮টিরও বেশি ওষুধের দাম বেঁধে দিল এনপিপিএ, জানুন সস্তা হতে পারে কোন কোন ওষুধ
সাগর থেকে প্রবেশ করা উষ্ণ হাওয়ার জেরে আপাতত থমকে উত্তুরে বাতাস, জেলায় জেলায় কুয়াশার দাপট