Arvind Kejriwal: 'মুখ্যমন্ত্রী পদে থাকা কেজরিওয়ালের ব্যক্তিগত সিদ্ধান্ত,' রায় দিল্লি হাইকোর্টের

Published : Apr 04, 2024, 02:40 PM ISTUpdated : Apr 04, 2024, 04:22 PM IST
Arvind Kejriwal

সংক্ষিপ্ত

দিল্লি আবগারি নীতি মামলায় গ্রেফতার হলেও, মুখ্যমন্ত্রী পদেই থাকছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁকে জোর করে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দিচ্ছে না আদালত।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজে থেকে পদত্যাগ না করলে তাঁকে সরিয়ে দেওয়া হবে না। বৃহস্পতিবার এই রায় দিল দিল্লি হাইকোর্ট। কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সমাজকর্মী তথা হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণু গুপ্তা। তাঁর আবেদন খারিজ করে দিয়ে দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে, মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন কেজরিওয়ালই। এর আগেও কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছিল। সেই আর্জিও খারিজ করে দেয় আদালত। দ্বিতীয়বার কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়ার আবেদন খারিজ হয়ে যাওয়ার পর বিষ্ণু বলেছেন, তিনি আবেদন প্রত্যাহার করে নিচ্ছেন। এবার উপরাজ্যপালের দ্বারস্থ হবেন। উপরাজ্যপাল যদি মনে করেন জেল থেকে সরকার চালাতে পারেন না কেজরিওয়াল, তাহলে তাঁকে সরিয়ে দেওয়া হতে পারে।

সংবিধান অনুযায়ী মুখ্যমন্ত্রী থাকতে পারেন জেলবন্দি ব্যক্তি?

দিল্লি হাইকোর্ট বলেছে, ‘সাংবিধানিক কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়া উচিত আবেদনকারীর। ব্যক্তিগত স্বার্থ কখনও জাতীয় স্বার্থের চেয়ে বড় হতে পারে না। কিন্তু এ বিষয়ে অরবিন্দ কেজরিওয়ালকেই সিদ্ধান্ত নিতে হবে। মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন কি না, সেটা তাঁর সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আমরা আইনি ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। অতীতে কি এমন কোনও নজির আছে যে আদালত রাষ্ট্রপতি শাসন বা রাজ্যপালের শাসন জারি করেছে?’

কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হবে?

দিল্লি হাইকোর্ট আরও বলেছে, ‘আমরা কীভাবে ঘোষণা করতে পারি যে সরকার কাজ করছে না? এ বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন উপরাজ্যপাল। আমাদের পক্ষ থেকে তাঁকে কোনওরকম নির্দেশিকা দিতে হবে না। আইন অনুযায়ী তিনি সবরকম ব্যবস্থা নিতে পারেন।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ডন ছোটা রাজন থেকে সন্ত্রাসবাদী, জেনে নিন তিহার জেলে কেজরিওয়ালের প্রতিবেশী কারা

Arvind Kejriwal: ডাল-রুটিতে দুপুরের খাবার, তিহার জেলে বন্দি অরবিন্দ কেজরিওয়ালের দিনের রুটিন এখানে

Arvind Kejriwal: 'স্বাধীনতা সংগ্রামে শহিদ কেজরিওয়াল,' সুনীতার দাবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় তামাশা

PREV
click me!

Recommended Stories

8th pay Commission: ১৮ হাজার থেকে বেড়ে ৫১,৪৮০ টাকা? বেতন ও পেনশন নিয়ে সংশয় কাটাল কেন্দ্র
সংসদে ওয়াইসি ধামাকা! কী এমন বললেন ওয়াইসি?, করতালিতে ফেটে পড়ল সংসদ