Delhi High Court: স্বামী-স্ত্রী টানা যৌনতায় না বললে তা মানসিক নির্যাতনের সামিল, বলল দিল্লি হাইকোর্ট

স্বামী হাইকোর্টের কাছে স্ত্রীর বিরুদ্ধে মানসিক নিষ্ঠুরতার অভিযোগ জানিয়েছিলেন। তাঁর অভিযোগ শ্বশুর বাড়িতে থাকতে রাজি নন স্ত্রী।

দীর্ঘ সময় ধরে স্বামী বা স্ত্রী-এর যৌনতায় অস্বীকার করা মানসিক নিষ্ঠুরতার সামিল বলে। এমনই তত্ত্ব দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণে। আদালতের কাছে আসা এক বিবাহ বিচ্ছেদের মামলায় উঠে এমনই অভিযোগ। স্বামী হাইকোর্টের কাছে স্ত্রীর বিরুদ্ধে মানসিক নিষ্ঠুরতার অভিযোগ জানিয়েছিলেন। তাঁর অভিযোগ শ্বশুর বাড়িতে থাকতে রাজি নন স্ত্রী। কিন্তু তিনিও 'ঘর জামাই' থাকতে সম্মত নন। আবেদনকারীর দাবি তাঁর স্ত্রী নিজের কোচিং সেন্টার নিয়ে সব সময় ব্যস্ত থাকতেন। এমনকী তাঁর সঙ্গে যৌন সম্পর্কেও অস্বীকার করেন।

এই আবেদনের প্রেক্ষিতেই বিচারপতি সঞ্জীব সচদেবা এবং বিচারপতি মনোজ জৈনের বেঞ্চ বলে স্বামীর-স্ত্রীর সম্পর্কে যদি যৌনতাকে দীর্ঘদিন এড়িয়ে চলা হয় এবং ইচ্ছাকৃতভাবে ক্রমাগত অস্বীকার করা হয় তবে তা মানসিক নিষ্ঠুরতার সামিল। তবে এই মামলার প্রেক্ষিতে আদালত বলে, এক্ষেত্রে স্বামী তাঁর প্রতি স্ত্রীর নিষ্ঠুরতা প্রমাণে ব্যর্থ হয়েছে। এই ধরনের অভিযোগ কখনোই অস্পষ্ট ও অনির্দিষ্ট কোনও মন্তব্যের ভিত্তিতে প্রমাণিত হতে পারে না। বরং তথ্য প্রমাণ থেকে জানা যাচ্ছে শ্বাশুড়ি বৌমার মধ্যে ক্রমাগত ঝগড়াই বৈবাহিক জীবনে অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। বেঞ্চের পক্ষ থেকে আরও বলা হয় যে,'তুচ্ছ বিরক্তি ও অবিশ্বাসকে মানসিক নিষ্ঠুরতার সঙ্গে তুলনা করা যায় না।' এই মামলায় নিম্ন আদালতের দেওয়া বিবাহ বিচ্ছেদের পক্ষের রায়কে খারিজ করে দেয় উচ্চ আদালত।

Latest Videos

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

পুকুর থেকে যুবকের নিথর দেহ উদ্ধার! হাড়হিম করা দৃশ্য Rishra-এ! | Hooghly News Today
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হচ্ছে', বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury-র
মোদী-মমতাকে একযোগে আক্রমণ অধীরের #shorts #adhirranjanchowdhury #mamatabanerjee #narendramodi
'ভারতকে এতটাও Underestimate করা ঠিক না' বাংলাদেশকে চরম হুঁশিয়ারি Mithun Chakraborty-র