বাড়ছে মৃত্যু মিছিল, ভোজবিলাসে মত্ত বিহারের উপমুখ্যমন্ত্রী

  • ক্রমশই যেন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে বিহার
  • এই মৃত্যু মিছিল যে কোথায় শেষ হবে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন
  • এই অবস্থায় ভোজবিলাসে মত্ত বিহারে উপমুখ্যমন্ত্রী
  • দিলেন না সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব
Indrani Mukherjee | Published : Jun 20, 2019 11:57 AM / Updated: Jun 20 2019, 02:39 PM IST

ক্রমশই যেন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে বিহারের মুজঃফরপুর ও তার সংলগ্ন এলাকা। সাম্প্রতিক অবস্থা বলছে এই মৃত্যু মিছিল যে কোথায় শেষ হবে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। বাড়তে থাকা শিশু মৃত্যুর সংখ্যাই বলে দিচ্ছে যে প্রশাসন কতখানি অসফল। 

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে, এনকেফালাইটিস-এর জেরে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে ১১৭-এ। খনও পর্যন্ত শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে অন্তত ৯৮ জন শিশুর, এবং কেজরিওয়াল হাসসপাতালে মৃত্যু হয়েছে অন্তত ১৯ জনের। হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ৩০০ শিশু। আর এই অবস্থাতেও কার্যত নিষ্ক্রিয় ভুমিকা পালন করছে বিহারের প্রশাসন। 

Latest Videos

এর আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে পাটনা থেকে মুজঃফরপুরের দূরত্ব মাত্র ৭০ কিলোমিটার আর এই পথ অতিক্রম করতে কীকরে সাত দিন সময় নিলেন তিনি! আর এবার আবারও প্রশাসনিক তৎপরতার অভাব স্পষ্ট চোখে পড়ল বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদীর সাংবাদিক বৈঠকে। 

 

ব্যাঙ্কিং বিষয়ে নিয়ে এদিন সাংবাদিক বৈঠক ডেকেছিলেন উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী। আর খুব স্বাভাবিকভাবেই সেখানে সাংবাদিকরা তাঁকে শিশুমৃত্যু নিয়ে প্রশ্ন করেছিলেন। এই প্রসঙ্গে সুৃশাল মোদীর সাফ জবাব তিনি ব্যাঙ্কিং ক্ষেত্র নিয়ে সাংবাদিক বৈঠক ডেকেছেন, তাই যাঁদের রোগের বিষয়ে জানার আছে তাঁরা যেন বৈঠক ছেড়ে ,বেরিয়ে যেতে পারেন। তিনি আরও জানান যে, ব্যাঙ্কিং বিষয়ে কারওর কোনও প্রশ্ন থাকলে তিনি উত্তর দেবেন, কিন্ত এছাড়া কোনও বিষয়ে প্রশ্ন থাকলে তা আলাদা কোনও বৈঠকে আলোচনা করবেন বলে জানিয়ে দেন তিনি।

বিহারে এনকেফালাইটিসে মৃতের সংখ্যা বেড়ে হল ১১৭

বিতর্কের এখানেই শেষ নয়, সাংবাদিক বৈঠকের পর তিনি দফতরের আধিকারিকদের নিয়ে এলাহি ভোজবিলাসে যোগ দেন। সেখানে আগত অতিথিদের জন্য ছিল বিশেষ খাওয়া-দাওয়ার আয়োজন ছিল। আর এই বিষয়টিকেই কটাক্ষ করেছেন বিরোধীরা। রাজ্য যখন এমন অবস্থা তখন উপমুখ্যমন্ত্রী এমন আচরণ নিয়েই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। 

Share this article
click me!

Latest Videos

নিজের বাড়িতেই আক্রান্ত Saif Ali Khan! কেমন আছেন Bollywood অভিনেতা? | Saif Ali Khan News Today
‘Mamata Banerjee-র ক্ষমতা থাকলে নিজের বাড়ির লোকদের জেলা হাসপাতালে পাঠান’ বিস্ফোরক Sukanta M
ঘটনাটা কি? মমতার কাছে বিশেষ অনুরোধ শুভেন্দুর, দেখুন | Suvendu Adhikari | Mamata Banerjee
Suvendu vs Mamata : স্যালাইন কাণ্ডে ডাক্তারদের দায়ী করলেন মমতা, 'মমতাই আসল দোষী' পাল্টা শুভেন্দুর
'স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি ঢাকতে আমাদের সাসপেন্ড করা হয়েছে' কর্মবিরতির ঢাক দিয়ে বললেন চিকিৎসকরা