মোদী ও কেন্দ্রীয় সরকারের প্রশংসা করে কর্ণাটকের রাজনীতি নিয়ে খোলাখুলি বক্তব্য রাখলেন জনতা দল (সেকুলার)-এর প্রধান এইচ.ডি দেবগৌড়া। তিনি কখনই বিশ্বাস করেন না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জন্য কোনও কাজ করেননি। তাঁর মতে, দেশের জন্য মোদী অনেক কাজ করছেন। এক সাক্ষাৎকারে দেবগৌড়া জানিয়েছেন, 'আমি মনে করি, কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতৃত্ব কখনই ইয়েদুরাপ্পাকে চায়নি। কর্ণাটকে সরকার গঠনের ক্ষেত্রে তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। এই বিশৃঙ্খলার মধ্যেই ইয়েদুরাপ্পা সরকার গঠনের চেষ্টা করেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আর একটা নির্বাচন চান বলে আমি মনে করি।'
কেন্দ্রের ওপর চাপ থেকেই কি তিনি মোদী সরকারের প্রশংসা করছেন বলে প্রশ্ন করা হলে দেবগৌড়া সরাসরি কোনো উত্তর দেননি। তিনি মন্তব্য করেছেন, 'আমি কখনই দেশের তদন্তকারী সংস্থাগুলোর ওপর আঙুল তুলতে পারি না। আমি বার বার প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ. ডি কুমারস্বামীকে বলেছিলাম, দেশের তদন্তকারী সংস্থা যদি ডেকে পাঠায়, শ্রদ্ধা জানিয়ে তাদের দপ্তরে যাওয়া উচিত। তদন্তের স্বার্থে তদন্তকারী সংস্থাকে সব ধরনের সাহায্য করা উচিত।'
সম্প্রতি সকলকে চমকে দিয়ে গুজরাতের সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি পরিদর্শন করেন দেবগৌড়া। মামাল্লাপুরমের সমুদ্র সৈকত থেকে মোদীর প্ল্যাস্টিক কুড়ানোকেও তিনি সমর্থন জানান। কিন্তু মোদী সরকারের প্রতি তাঁর যে কোনও দুর্বলতা তৈরি হয়নি তা পরিষ্কার জানিয়ে দেন। তিনি মন্তব্য করেন, মোদীকে ব্যক্তিগতভাবে আমার ভালো বা খারাপ কিছুই লাগে না। তবে তাঁর ভালো কাজগুলোকে তো স্বীকার করতেই হবে।