
DGCA on Srinagar Airport: হাজার হাজার মানুষ যখন আতঙ্কিত, পরিবার-পরিজন উদ্বিগ্ন, তখন বিমান সংস্থাগুলি অতিরিক্ত মুনাফা লুটতে ব্যস্ত! মঙ্গলবার পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার পর ঠিক এই অভিযোগই উঠেছে। কাশ্মীর থেকে যে পর্যটকরা দেশের বিভিন্ন শহরে নিজেদের বাড়িতে ফেরার চেষ্টা করছেন, তাঁদের অনেকেরই অভিযোগ, শ্রীনগর বিমানবন্দর থেকে ফেরার উড়ানের ভাড়া হঠাৎ দ্বিগুন, তিনগুন বাড়িয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ এই অভিযোগ করছেন। সারা দেশ থেকেই পর্যটকরা জম্মু ও কাশ্মীরে বেড়াতে গিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে তাঁরা নিরাপদে বাড়ি ফিরতে চাইছেন। ঠিক সেই সময় বিমানের ভাড়া বাড়িয়ে দেওয়ার ঘটনা অমানবিক ও অনৈতিক বলেই মত যাত্রীদের। তাঁরা এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
নির্দেশিকা জারি ডিজিসিএ-র
বুধবার শ্রীনগর বিমানবন্দর নিয়ে এক নির্দেশিকা জারি করেছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation)। বিমান সংস্থাগুলিকে শ্রীনগরে অতিরিক্ত উড়ানের ব্যবস্থা করতে বলা হয়েছে। আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনার জন্য অতিরিক্ত ভাড়া না নেওয়ার কথাও বলা হয়েছে। ডিজিসিএ-র নির্দেশিকায় বলা হয়েছে, ‘পহেলগাঁওয়ের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে পর্যটকদের মধ্যে বাড়ি ফেরার যে চাহিদা দেখা যাচ্ছে, তা আশা করা যায়নি। এই পরিস্থিতিতে বিমান সংস্থাগুলিকে অনুরোধ করা হচ্ছে, উড়ান বাতিল এবং যাত্রার দিনক্ষণ পরিবর্তনের ফি না নিয়ে পর্যটকদের সাহায্য করা হোক। পর্যটকদের যে অভাবনীয় পরিস্থিতিতে পড়তে হয়েছে, তাতে তাঁদের সবরকমভাবে সাহায্য করা এবং এই কঠিন পরিস্থিতিতে তাঁদের পাশে থাকার জন্যও অনুরোধ করা হচ্ছে।’
ডিজিসিএ-র অনুরোধে কাজ হবে?
ডিজিসিএ-র পক্ষ থেকে বিমান সংস্থাগুলিকে অনুরোধ করা হয়েছে, শ্রীনগর থেকে সারা দেশে যেন লাগাতার উড়ানের ব্যবস্থা করা হয়। বিশেষ করে দেশের প্রধান শহরগুলিতে অতিরিক্ত উড়ানের ব্যবস্থা করার অনুরোধ করেছে ডিজিসিএ। কিন্তু যাত্রীদের অভিযোগ, এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। অনেকেই অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য হচ্ছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।