দীপাবলির প্রস্তুতি সারা, অযোধ্যার মতোই আলোর মালায় সেজে উঠেছে প্রয়াগরাজের সঙ্গম

বৃহস্পতিবার রাতে দেশজুড়ে কালীপুজো হতে চলেছে। তারপর দীপাবলির উৎসবে মেতে উঠবে সারা দেশ। উত্তরপ্রদেশের অযোধ্যা, প্রয়াগরাজে দীপোৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

দীপাবলি উপলক্ষে এবার সারা দেশের নজর অযোধ্যায়। রাম মন্দির উদ্বোধনের পর এবারই প্রথম দীপাবলি হতে চলেছে। ফলে অযোধ্যায় দীপোৎসবে জাঁকজমক গতবারের চেয়েও বেশি। একসঙ্গে ২৫ লক্ষ প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করা হয়েছে। গিনেস বুক অফ রেকর্ডসে নতুন নজির গড়তে চলেছে অযোধ্যার দীপোৎসব। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে অযোধ্যার দীপোৎসবের আয়োজনের সঙ্গে সরাসরি যুক্ত। এবার অযোধ্যার পাশাপাশি প্রয়াগরাজেও দীপোৎসবে বিশেষ আয়োজন করা হয়েছে। প্রয়াগরাজে যমুনা নদীতে সঙ্গম ঘাট ও বালুয়া ঘাটে দীপোৎসব আয়োজন করা হয়েছে। আলোরা মালায় সাজিয়ে তোলা হয়েছে সঙ্গম ঘাট। এখানে অযোধ্যার মতোই প্রদীপ জ্বালানো হয়েছে। প্রয়াগরাজের বাসিন্দারা গঙ্গা ও যমুনার আরতি করেছেন।

দীপাবলির আগে দীপোৎসব

Latest Videos

দীপাবলির আগে বুধবার দীপোৎসব আয়োজন করা হয়। অযোধ্যার মতোই প্রয়াগরাজেও দীপোৎসব উপলক্ষে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা গেল। প্রয়াগরাজের বাসিন্দারা এই উৎসবে যোগ দিয়ে আরতি করার পাশাপাশি রাম, গঙ্গা ও সনাতন ধর্মের নামে স্লোগান দেন। সঙ্গম ঘাটে যখন গঙ্গা আরতি হল, ঠিক সেই সময় বালুয়া ঘাটে দীপোৎসব পালন করল যমুনা আরতি সমিতি। বালুয়া ঘাটও প্রদীপ, আলোর মালায় সাজিয়ে তোলা হয়। একইসঙ্গে প্রয়াগরাজে ছোটি দিওয়ালি, হনুমান জয়ন্তীও পালন করা হল।

সেজে উঠেছে প্রয়াগরাজ

অতীতে প্রয়াগরাজেই পালন করা হত দেব দীপাবলি। তবে যোগীর উদ্যোগে প্রয়াগরাজে দীপোৎসবও পালন করা হচ্ছে। এই ঐতিহাসিক শহরে গঙ্গা আরতির পাশাপাশি দীপদান অনুষ্ঠানেও যোগ দেন বহু মানুষ। দেব দীপাবলি উপলক্ষেও প্রয়াগরাজে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মকর সংক্রান্তির সময় প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হতে চলেছে। লক্ষ লক্ষ পুণ্যার্থী এই মেলায় যোগ দেবেন। দীপাবলির পাশাপাশি মহাকুম্ভের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

এক ক্লিকেই সব সমস্যার সমাধান, প্রয়াগরাজে মহাকুম্ভের জন্য অ্যাপ চালু উত্তরপ্রদেশ সরকারের

কুম্ভ মেলায় বিনামূল্যে রেশন! অভিনব পরিকল্পনা যোগী আদিত্যনাথ সরকারের

Kumbh Mela: কুম্ভ মেলার ভিড়েই বউয়ের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার সুযোগ! অন্য বউ পাওয়ার আশায় ছুটলেন স্বামী

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি