শুধু ভারতেরই নয়, সারা বিশ্বের অন্যতম বিষ্ময় মহাকুম্ভ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ১২ বছর পর পর হয় এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠান। মহাকুম্ভের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
প্রথা অনুযায়ী ১২ বছর পর এবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হতে চলেছে মহাকুম্ভ। শুধু দেশের বিভিন্ন রাজ্য থেকেই নয়, বিদেশ থেকেও অনেকে মহাকুম্ভে যোগ দিতে আসেন। লক্ষ লক্ষ মানুষের সমাবেশে যাতে কারও কোনও সমস্যা না হয়, সে কথা ভেবেই এবার মোবাইল অ্যাপ চালু করল উত্তরপ্রদেশ সরকার। এই অ্যাপেই মহাকুম্ভ সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে। মহাকুম্ভের তারিখ, এই দিনের গুরুত্ব সম্পর্কে জানা যাবে অ্যাপে। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টোর থেকে মহাকুম্ভের অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে। আইওএস, ব্যবহারকারীরা অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ ডাউনলোড করতে পারছেন। মহাকুম্ভ অ্যাপ থেকে মেলা, আধ্যাত্মিক গুরুত্ব, ইতিহাস বিষয়ক যাবতীয় তথ্য পাওয়া যাচ্ছে। মহাকুম্ভ নিয়ে অনেক বই রয়েছে। বিভিন্ন ব্লগেও মহাকুম্ভ নিয়ে লেখা হয়েছে। সে সবই থাকছে অ্যাপে।
মহাকুম্ভ নিয়ে গবেষণা আইআইএম-এর
আইআইএম-সহ বিভিন্ন সংস্থা মহাকুম্ভ নিয়ে গবেষণা করেছে। সেই গবেষণা সংক্রান্ত তথ্যও মহাকুম্ভ অ্যাপে রয়েছে। ফলে ভবিষ্যতে যাঁরা মহাকুম্ভ নিয়ে গবেষণা করতে চান, তাঁদের সুবিধা হবে। ভারতের অন্যতম প্রাচীন শহর প্রয়াগরাজ। প্রাচীন ভারতে এই শহরের নাম ছিল 'প্রয়াগ' বা 'তীর্থরাজ'। প্রয়াগরাজে প্রতি ৬ বছর অন্তর অর্ধকুম্ভ হয় এবং ১২ বছর পর পর মহাকুম্ভ হয়। কুম্ভমেলাকে সাংস্কৃতিক ঐহিত্য আখ্যা দিয়েছে ইউনেস্কো। অযোধ্যায় দীপাবলির প্রস্তুতির মধ্যেই প্রয়াগরাজে মহাকুম্ভের প্রস্তুতি শুরু করে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।
কুম্ভমেলার প্রস্তুতিতে ব্যস্ত উত্তরপ্রদেশের পর্যটন দফতর
২০১৯ সালে প্রয়াগরাজে শেষবার অর্ধকুম্ভ মেলা হয়েছিল। এবার মহাকুম্ভ মেলা হতে চলেছে। গতবারের মেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আরও সুষ্ঠু, সুশৃঙ্খলভাবে সব আয়োজন করার লক্ষ্যে যোগী আদিত্যনাথ সরকার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
কুম্ভ মেলায় বিনামূল্যে রেশন! অভিনব পরিকল্পনা যোগী আদিত্যনাথ সরকারের
Maha Kumbh 2025: যোগীর নেতৃত্বে কুম্ভমেলা আরও আকর্ষণীয় হয়ে উঠছে পর্যটকদের কাছে