কালীপুজো, দিওয়ালি, নরক চতুর্দশী উপলক্ষে আগামী সোমবার ২০ অক্টোবর কলকাতা, আগরতলা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, কোচি, আইজল, ইটানগর, গুয়াহাটি, হায়দরাবাদ, লখনউ, নয়া দিল্লি, পাটনা, পানাজি, রাঁচি, রায়পুর, শিলং বিজয়ওয়াদা, তিরুবনন্তপুরম, চেন্নাই, মুম্বই, সিমলা, দেরাদুন প্রভৃতি জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্ক।