আলোর উৎসব কালীপুজো-দিওয়ালি উপলক্ষে একটানা অনেকদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, আপনার শহরে কতদিন বন্ধ?

Published : Oct 12, 2025, 07:20 AM IST

Diwali 2025 Bank Holidays: সামনেই আলোর উৎসব কালীপুজো ও দিওয়ালি। আগামী সপ্তাহের শুরুতেই দিওয়ালি। উৎসবের মরশুমে একটানা অনেক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। জানুন কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে তার পূর্ণ তালিকা। দেখুন ফটো গ্যালারিতে…

PREV
16
দিওয়ালিতে ব্যাঙ্ক বন্ধ

এখনও শেষ হয়ে যায়নি উৎসবের মরশুম। সামনেই আলোর উৎসব দিওয়ালি। নানারকম আলোর ছটায় সেজে উঠবে গোটা দেশ। আর এই উৎসব উপলক্ষে আগামী ২০ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত  একটানা প্রায় ছয়দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফলে দরকারি কাজকর্ম এই সপ্তাহেই মিটিয়ে রাখুন। নাহলে পড়তে হতে পারে বিপদে। 

26
কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI Calendar) ক্যালেন্ডার অনুযায়ী কালীপুজো ও দিওয়ালি সেইসঙ্গে ভাইফোঁটা উপলক্ষে  ২০ অক্টোবর থেকে একটানা ছয়-সাতদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। জানুন আপনার শহরে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। 

36
২০ অক্টোবর ব্যাঙ্ক বন্ধ

কালীপুজো, দিওয়ালি, নরক চতুর্দশী উপলক্ষে আগামী সোমবার ২০ অক্টোবর কলকাতা, আগরতলা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, কোচি, আইজল, ইটানগর, গুয়াহাটি, হায়দরাবাদ, লখনউ, নয়া দিল্লি, পাটনা, পানাজি, রাঁচি, রায়পুর, শিলং বিজয়ওয়াদা, তিরুবনন্তপুরম, চেন্নাই, মুম্বই, সিমলা, দেরাদুন প্রভৃতি জায়গায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। 

46
২১ অক্টোবর ব্যাঙ্ক বন্ধ

মঙ্গলবার বাঙালিদের কালীপুজো, লক্ষ্মীপুজো , গোবর্ধন পুজো এবং ভূত চতুর্দশী উপলক্ষে বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, গ্যাংটক, ইম্ফল, জম্মু, মুম্বই, নাগপুর ও শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

56
২২ অক্টোবর ব্যাঙ্ক বন্ধ

২২ অক্টোবর ব্যাঙ্ক বন্ধ থাকবে বালিয়াগ্রাম, দেরাদুন, গ্যাংটক, বেঙ্গালুরু, জয়পুর, কানপুর, লখনউ, আহমেদাবাদ এবং মুম্বইতে। এছাডা়ও ২৩ অক্টোবর বুধবার ব্যাঙ্ক বন্ধ থাকবে-  আহমেদাবাদ, গ্যাংটক, কলকাতা, কানপুর, লখনউ, সিমলা। ওই দিন ভাইফোঁটা বা ভাইদুজ থাকায় বন্ধ থাকবে ব্যাঙ্ক। 

66
২৫ অক্টোবর ব্যাঙ্ক বন্ধ

২৪ অক্টোবর ব্যাঙ্ক খোলা থাকলেও ২৫ অক্টোবর শনিবার মাসের চতুর্থ শনিবার হওয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে ভারতের সব জায়গায়। এছাডা়ও ২৬ অক্টোবর রবিবার হওয়ায় একইভাবে দেশজুড়ে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে  অনলাইনে মিলবে ব্যাঙ্কিং পরিষেবা। 

Read more Photos on
click me!

Recommended Stories