মাসে মাসে পাবেন ১২৫০ টাকা, মিলবে সস্তায় গ্যাস সিলিন্ডার, মহিলাদের স্কিমের সুবিধা বাড়াল রাজ্য সরকার

Published : Oct 11, 2025, 07:52 PM IST

অসম সরকার অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায় চালু করেছে, যার আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে ১২৫০ টাকা করে আর্থিক সাহায্য পাবেন। এই প্রকল্পের মাধ্যমে বিধবা, অবিবাহিত মহিলা এবং অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে সহায়তা করা হবে। 

PREV
15

মহিলাদের স্বনির্ভর করে তুলতে, তাঁদের সাহায্য করতে বিভিন্ন রাজ্যে চালু আছে বিভিন্ন স্কিম। যার দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সাহায্য। বাংলায় এই স্কিমের নাম লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। যা পেয়ে থাকেন ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা। প্রতি মাসে সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা। তপশিলি জাতির মহিলারা ১২০০ টাকাকরে পেয়ে থাকেন।

25

তবে, এবার থেকে নারী ও অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোকে সহায়তা করার জন্য সরকার নিয়ে এল এক বিশেষ চমক। এবার থেকে মহিলারা মাসে মাসে পাবেন ১২৫০ টাকা করে। তেমনই আবার মিলবে সস্তায় গ্যাস সিলিন্ডার। সদ্য এই মহিলাদের স্কিমের সুবিধা বাড়াল রাজ্য সরকার। প্রকল্পের নাম অরুণোদয়।

35

অরুণোদয় প্রকল্পের তৃতীয় পর্যায় চালু করা হয়েছে। তিনসুকিয়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পের আনুষ্ঠানিকভাবে আসাম জুড়ে বাস্তবায়ন করেন। অসমের ডিগবয় বিধায়ক সুরেন ফুকন মুখ্যমন্ত্রী কর্তৃক কেন্দ্রীয়ভাবে চালু করা এই প্রকল্পের উদ্বোধনে ভার্চুয়ালইজেশনে অংশগ্রহণ করেন।

45

অরুণোদয় ৩.০-র আওতায়, ডিগবয় নির্বাচনী এলাকায় মোট ২০,৭৫৫টি পরিবার মাসিক আর্থিক ও বস্তুগত সহায়তা পাবে। এই প্রকল্পটি বিধবা, অবিবাহিত মহিলা, অসুস্থ, সন্তানকে একা বড় করছেন এমন মা এবং অর্থনৈতিক দুর্বল শ্রেণীর মহিলাদের সহ যোগ্য মহিলাদের প্রতি মাসে ১,২৫০ টাকা করে প্রদান করবে।

55

নভেম্বর থেকে সুবিধাভোগীরা নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় পণ্যগুলো আরও সাশ্রয়ী করার জন্য আসাম বিধানসভা ফুকনের পূর্বের আবেদনের প্রেক্ষিত ভর্তুকি মূল্য নুন, চিনি এবং ডালও পাবেন।

Read more Photos on
click me!

Recommended Stories