অরুণোদয় ৩.০-র আওতায়, ডিগবয় নির্বাচনী এলাকায় মোট ২০,৭৫৫টি পরিবার মাসিক আর্থিক ও বস্তুগত সহায়তা পাবে। এই প্রকল্পটি বিধবা, অবিবাহিত মহিলা, অসুস্থ, সন্তানকে একা বড় করছেন এমন মা এবং অর্থনৈতিক দুর্বল শ্রেণীর মহিলাদের সহ যোগ্য মহিলাদের প্রতি মাসে ১,২৫০ টাকা করে প্রদান করবে।