পেট ব্যথা ও বমি, ১৬ সেন্টিমিটার দীর্ঘ চুলের দলা বের হল কিশোরীর পেট থেকে

মেয়েটি পেট থেকে ১৬ সেন্টিমিটার লম্বা সেই চুলের দলা বের হয়েছে। যা বের করতে হিমশিম খেয়েছেন চিকিৎসকরা। পাঁচ ঘন্টা ধরে হয়েছে অস্ত্রোপচার।

Sayanita Chakraborty | Published : Aug 27, 2024 12:19 PM IST

বেশ কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল মেয়েটি। সঙ্গে হচ্ছিল বমি। ১৭ বছরের মেয়েটির শারীরিক অবস্থা ক্রমে খারাপ হতে থাকে। সিন্ধৌলি জেলার আমদার গ্রামের বাসিন্দা এই কিশোরী।

মেয়ের পেট ব্য়থা ও বমির সমস্যা দেখে তাঁর পরিবার তাকে নিয়ে যায় শাহজাহানপুরের সরকারি মেডিকেল কলেজে। সেখানে গিয়ে কিশোরীর পরীক্ষা-নিরীক্ষা হয়। হয় সিটি স্ক্যান। তাতে জানা যায় মেয়েটির পেটে আছে ট্রাইকোবেজোয়ার। যাকে বলে চুলের টিউমার। এত পরিমাণ চুল ছিল যে তা অস্ত্রোপচার করে বের করতে হয়।

Latest Videos

সূত্রের খবর, মেয়েটি পেট থেকে ১৬ সেন্টিমিটার লম্বা সেই চুলের দলা বের হয়েছে। যা বের করতে হিমশিম খেয়েছেন চিকিৎসকরা। পাঁচ ঘন্টা ধরে হয়েছে অস্ত্রোপচার।

মেডিক্যাল কলেজের অধ্যাপক ডাঃ পূজা ত্রিপাঠি জানান. মেডিক্যাল টিম সন্দেহ করেছিল মেয়েটির কিডনিতে পাথর হতে পারে। তবে, সিটি স্ক্য়ান করে আসল তথ্য সামনে আসে। তারপর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। তিনি জানান, এই রোগ বিরল। এই রোগটিকে বলা হয় ট্রাইকোটিলোম্যানিয়া। মেয়েটি নিয়মিত চুল খেতে। এই আচরণটি তার পাচনতন্ত্রে হেয়ারবল গঠন করে।

মেয়েটির মা-বাবা স্বীকার করেন মেয়েটির চুল খাওয়ার রোগ ছিল। যার ফলে তার এই রোগ হয়েছে। এই কারণে সে দীর্ঘদিন পেটের ব্যথায় কষ্ট পেত। তেমনই বমির সমস্যা দেখা গিয়েছিল। প্রাথমিক ভাবে এই লক্ষণ দেখে কিডনিতে পাথর ভেবেছিল অনেকে। কিন্তু, স্ক্যানে আসল তথ্য উদঘাটন হয়। জানা যায়, ১৬ সেন্টিমিটার দীর্ঘ এক চুলের দলা মিলেছে তার পেট থেকে। এমন ঘটনায় অবাক হয়েছেন সকলে। 

 

Share this article
click me!

Latest Videos

বন্যা দুর্গতদের পাশে এবার জুনিয়র ডাক্তাররা, দিলেন বড় বার্তা, দেখুন | Junior Doctors
'উৎসব সেদিনই হবে যেদিন তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে'- Suvendu Adhikari | Durga Puja 2024
সম্পর্ক রাখবো না! DVC'র জলে বাংলা কেন ডুববে? আমরা কৈফিয়ৎ চাই : মমতা | West Bengal Flood |
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
'আমরা ভরসা হারাচ্ছি! কর্মবিরতি উঠবে না' বৈঠক শেষে কড়া বার্তা Junior Doctors-দের | RG Kar Protest |