Domestic Violence: সন্দেহের বশে স্ত্রীর যৌনাঙ্গ ছিঁড়ে পেরেক ঢুকিয়ে তালা দিল স্বামী! বন্ধ করে দিল স্ত্রীর গোপনাঙ্গ

Published : May 19, 2024, 06:21 PM IST
 RAPE

সংক্ষিপ্ত

স্ত্রী আর আগের মত ভালবাসে না। পরপুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাই স্ত্রী তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চায় না। দীর্ঘদিন ধরেই স্ত্রী সম্পর্কে এজাতীয় সন্দেহ মনে দানা বাঁধছিল। 

ভয়ঙ্কর ঘটনা মহারাষ্ট্রে। পরপুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। এই সন্দেহ করে স্ত্রীর ওপর চরম নির্যাতন করে তারই প্রতিষোধ নিল স্বামী । মহারাষ্ট্রের পিম্পারি-চিনচওয়াদে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সংকটজনক অবস্থায় স্ত্রীর চিকিৎসা চলছে হাসপাতালে। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

স্ত্রী আর আগের মত ভালবাসে না। পরপুরুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। তাই স্ত্রী তাঁর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চায় না। দীর্ঘদিন ধরেই স্ত্রী সম্পর্কে এজাতীয় সন্দেহ মনে দানা বাঁধছিল। কিন্তু একদিন সহ্য়ের বাঁধ ভেঙে ফেলে স্ত্রীর ওপর চরম যৌন নির্যাতন করে। পুলিশ জানিয়েছে, স্ত্রীর যৌনাঙ্গ ছিঁড়ে তাতে পেরেক গেঁথে তালা ঝুলিয়ে দেয় স্বামী। যাতে অন্য কেউ আর তার স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে না পারে।

আবারও তাপপ্রবাহের চোখ রাঙানি বঙ্গে, তারই মধ্যে প্রবল বৃষ্টিতে ভাসবে এই এলাকাগুলি

পুলিশ জানিয়েছে অভিযুক্ত ওয়াচম্যানের কাজ করত। তার স্ত্রী গৃহবধূ। রাতে স্ত্রী বাড়ি ছিল না। যুবকের সন্দেহ গিয়ে পড়ে স্ত্রীর ওপর। মনে করেছিল স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। সেই সন্দেহে গত ১১ মে স্বামী -স্ত্রীর মধ্যে বচসা বাঁধে। তারপরই দুজনের মধ্যে হাতাহাতি লেগে যায়। তারপরই অভিযুক্ত স্বামী স্ত্রীর হাত-পা বেঁধে প্রথমে ব্লেড দিয়ে স্ত্রীর গোপনাঙ্গে দুটি ফুটো করে দেয়। তারপই তারই মধ্যে লোহার পেরেক ঢুকিয়ে দেয়। তারপরই সেখানে তালা ঝুলিয়ে দেয়। যাতে স্ত্রীর সঙ্গে কোনও পুরুষ যৌন সম্পর্ক স্থাপন করতে না পারে।

সাবধান! আম পাকাতে ক্যালসিয়ামের ব্যবহারের ওপর কড়া সতর্কতা জারি করেছে FSSAI

স্ত্রী রক্তাক্ত অবস্থায় মেঝেতে শুয়ে যখন চিল চিৎকার করছিল তখনও স্বামী তার ওপর যৌন নির্যাতন চালিয়ে যায়। শেষপর্যন্ত স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। তারাই স্ত্রীকে দরজা ভেঙে ঘর থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। বর্তমানে সংকটজনক অবস্থায় চিকিৎসা চলছে মেয়েটির। অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকেই পালাতক। সন্ধান শুরু করেছে পুলিশ।

এক মাসে আলুর দাম বেড়েছে ২৩%, ভোটের মধ্যে মূল্যবৃদ্ধির রেশ থাকবে বছরের শেষেও

 

PREV
click me!

Recommended Stories

News Round Up: বঙ্গে জাঁকিয়ে ঠান্ডা থেকে সিরিজ থেকে ছিটকে গেলেন অজি পেশার, সারাদিনের খবর এক ক্লিকে
AI প্রযুক্তির উন্নতিতে জোর, ভারতকে ১৭.৫ বিলিয়ন ডলার সাহায্যের প্রস্তাব মাইক্রোসফট সিইও-র