মানুষকে মদ্যপান থেকে দূরে রাখার জন্য বিহারকে ‘শুকনো রাজ্য’ হিসেবে ঘোষণা করেছিল প্রশাসন। কিন্তু, সেই রাজ্যেই দেখা গেল মদের প্রতি গ্রামবাসীদের চূড়ান্ত পিপাসার ছবি।
আদতে সেটি ভারতের ‘ড্রাই স্টেট’, অর্থাৎ মদবিহীন রাজ্য। মানুষকে মদ্যপান থেকে দূরে রাখার জন্য ২০১৬ সালে বিহারকে ‘শুকনো রাজ্য’ হিসেবে ঘোষণা করেছিল প্রশাসন, মদ বিক্রি এবং সেবন দুইই সেই রাজ্যে নিষিদ্ধ। কিন্তু, সেই রাজ্যেই দেখা গেল মদের প্রতি গ্রামবাসীদের চূড়ান্ত পিপাসার ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
বিহারের গয়ার দোভি এলাকায় ২ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে একটি মদবোঝাই গাড়ির। এই অঘটন ঘটার পরেই দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভেতরে থাকা চালক এবং যাত্রীরা গাড়িটিকে ফেলে রেখে চম্পট দেন। এ দিকে, দুর্ঘটনা হয়েছে দেখে তড়িঘড়ি ছুটে আসেন আশেপাশের গ্রামের মানুষজন। তাঁরা এসে দেখেন, গাড়ির ভেতরে কেউই নেই। তারপর দেখা যায়, গাড়িটি বোঝাই করে রাখা রয়েছে বাক্সে ভরা মদের বোতল!
-
এতও মদ দেখে কার্যত নিজেদের আকাঙ্ক্ষা চেপে রাখতে পারেননি ‘শুকনো রাজ্য’-এর মানুষ। তাঁরা তৎক্ষণাৎ লুঠপাট শুরু করেন। গাড়িতে যত মদের বোতল ছিল, সব নিমেষের মধ্যে হাপিশ হয়ে যেতে থাকে। একেকজন মানুষ ওই গাড়ি থেকে একাধিক মদের বোতল বগলদাবা করে হাসিমুখে সেই স্থান থেকে কেটে পড়েন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।