A320-family Jets Hits: সৌরবিকিরণের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যাত্রীবাহী বিমানের সফটওয়্যার। যারফলে বিশ্বজুড়ে বিঘ্নিত হতে পারে বিমান পরিষেবা। সতর্কবার্তা ভারতেও। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
বছর শেষের মুখে সারা বিশ্ব সহ ভারতে বিঘ্ন ঘটতে পারে বিমান পরিষেবায়। কারণ, সৌর বিকিরণের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যাত্রীবাহী বিমান পরিষেবা। সূত্রের খবর, এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে ভারত সহ গোটা বিশ্বের ৩০০-র ওপরে বিমান পরিষেবায় সতর্কবার্তা জারি করেছে ইউরোপের বিমান প্রস্তুতকারী সংস্থা এয়ারবাস। যার প্রভাব ভারতেও পড়বে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে অসুবিধার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো প্রভৃতি বিমান সংস্থাগুলো।
25
কী কারণে এই সমস্যা?
সূত্রের খবর, সৌর বিকিরণের জেরে প্রভাবিত হতে পারে এয়ারবাস এ৩২০র সফটওয়্যার। যারফলে এই প্রযুক্তিগত সমস্যা সমাধানের জন্য অবিলম্বে বিমানগুলির সফটওয়্যার আপডেট করতে হবে। এর পাশাপাশি, হার্ডওয়্যারের পুনর্বিন্যাস প্রয়োজন বলেও জানানো হয়েছে। এই কারণেই বিশ্বজুড়ে প্রায় ছয় হাজার বিমানের জন্য সতর্কতা জারি করেছে এয়ারবাস কর্তৃপক্ষ।
35
ভারতের কোন কোন বিমান পরিষেবায় প্রভাব পড়বে?
সূত্রের খবর, ভারতে অন্তত ৩০০টি বিমান পরিষেবার সঙ্গে যুক্ত সংস্থায় এর প্রভাব পড়বে। আর এই কারণে দেশজুড়ে বিমান পরিষেবা ব্যাহত হতে পারে। কারণ, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সহ অন্যান্য সংস্থার ৫০০ থেকে ৬০০টি বিমান ভারতে যাতায়াত করে। এরমধ্যে বেশিরভাগ এ৩২০ বিমান চলাচল করে।
সূত্রের খবর, ভারতে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সহ অন্তত ২৫০ থেকে ৩০০টি বিমানের সফটওয়্যার আপডেটের প্রয়োজন। এই কথা জানিয়ে বিশেষ সতর্ক বার্তা দিয়েছে এয়ারবাস।
55
কী বলছে বিমান পরিবহন সংস্থাগুলি?
এই বিষয়ে বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে যে- বিশ্বজুড়ে বিমান পরিষেবার সফটওয়্যার এ-৩২০ আপডেটের জন্য সতর্কবার্তা জারি করেছে এয়ারবাস। এই কারণে বেশকিছু বিমান পরিষেবা ব্যাহত হতে পারে।