কখনও অনাবৃষ্টি, কখনও অতিবৃষ্টি, আবহাওয়ার খামখেয়ালিপনায় কি চড়বে জিনিসপত্রের দামও?

Published : Oct 11, 2022, 10:02 PM ISTUpdated : Oct 12, 2022, 09:58 AM IST
কখনও অনাবৃষ্টি, কখনও অতিবৃষ্টি, আবহাওয়ার খামখেয়ালিপনায় কি চড়বে জিনিসপত্রের দামও?

সংক্ষিপ্ত

লাগাতার ফসলের ক্ষতি ও ফলন কমে যাওয়ায় কি এবার চড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম? একটি সংবাদ সংস্থার দাবি ফলন কমলে খাদ্যপণ্যে রফতানির উপর নিষেধাজ্ঞা বৃদ্ধি করতে হবে সরকারকে। কিন্তু ঠিক কী কারণে এই মূল্যবৃদ্ধি? 

বর্ষার শুরু থেকেই দেশে কম বৃষ্টিপাতের পরিমাণ, অন্যদিকে এখন অকাল বৃষ্টির জেরে ক্ষতি হচ্ছে ফসলের। বেশ কয়েক সপ্তাহ ধরেই ভারী বৃষ্টি উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে। যার জেরে ব্যহত হচ্ছে কৃষিকাজ। লাগাতার ফসলের ক্ষতি ও ফলন কমে যাওয়ায় কি এবার চড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম? একটি সংবাদ সংস্থার দাবি ফলন কমলে খাদ্যপণ্যে রফতানির উপর নিষেধাজ্ঞা বৃদ্ধি করতে হবে সরকারকে। কিন্তু ঠিক কী কারণে এই মূল্যবৃদ্ধি? 

অক্টোবর মাসেই অতিবৃষ্টির জেরে উত্তরপ্রদেশ-সহ দেশের একাধিক রাজ্যে ক্ষতি হয়েছে ফসলের।  ধান, সয়াবিন, তুলা, ডাল এবং বিভিন্ন সবজির ফলন ব্যাহত হয়েছে। বেশিরভাগ জায়গায় সবচেয়ে কম হয়েছে ধান উৎপাদন। ধান উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। শুধু অক্টোবর মাসে এই রাজ্যে সাধারণের তুলনায় ৫ গুন বেশি বৃষ্টি হয়েছে। এ-ছাড়া মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, হরিয়ানা এবং রাজস্থানের মতো রাজ্যেও অতিবৃষ্টির জন্য ফসল খারাপ হয়েছে। একইভাবে জুন-জুলাই মাসেও অনাবৃষ্টির জেরে ক্ষতি হয়েছে ফসলের। 

অন্যদিকে দেশের উত্তর ও পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারী বৃষ্টি হলেও দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম। 
এই পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি বাড়লে সুদের হারও বাড়াবে রিজার্ভ ব্যাঙ্ক। ইতিমধ্যেই ভারতীয় বাজারের কথা মাথায় রেখে চাল, গম এবং চিনির মতো পণ্যের রফতানি নিষিদ্ধ করেছে সরকার। 

এবার ইডির জালে মানিক ভট্টাচার্য, রাতভর জেরার পর গ্রেফতার প্রাথমিকের প্রাক্তন সভাপতি

বালাসাহেব ঠাকরের প্রকৃত উত্তরাধিকারী কে? উত্তর না মেলায় দুই গোষ্ঠীকেই অন্তবর্তী চিহ্ন আর নাম কমিশনের

জঙ্গিদের গুলিতে গুরুতর আহত 'জুম', জানুন ভারতীয় সেনা বাহিনীর সারমের লড়াইয়ের কথা

PREV
click me!

Recommended Stories

আধারের ফটোকপি জমা রাখা আর বাধ্যতামূলক নয়, নয়া নিয়ম আনছে কর্তৃপক্ষ, জেনে নিন বিস্তারিত
Indigo Flights Cancelled : ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত! চরম ভোগান্তি, আকাশপথে জট, রেলপথেই সমাধান!