রেমালের উপর বিষফোঁড়া ভূমিকম্প! সাত সকালে তীব্র কম্পন, প্রকৃতির তাণ্ডবে অস্থির দেশ

'রেমাল' ভয় যেতে না যেতেই এবার ভূমিকম্প! সাত সকালে তীব্র কম্পন, প্রকৃতির তাণ্ডবে অস্থির দেশ

Anulekha Kar | Published : May 28, 2024 11:24 AM IST / Updated: May 28 2024, 05:13 PM IST

17
'রেমাল' ভয় যেতে না যেতেই এবার ভূমিকম্প!

ঝড়ের পর এবার ভূমিকম্প! প্রকৃতির তাণ্ডবে দুশ্চিন্তায় দেশ। সাত সকালেই অনুভূত হল কম্পন।

27
'রেমাল' ভয় যেতে না যেতেই এবার ভূমিকম্প!

কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের উপর দিয়ে হানা দিল রেমাল। এবার উঠে এল ভূমিকম্পের খবর।

37
'রেমাল' ভয় যেতে না যেতেই এবার ভূমিকম্প!

উত্তরাখণ্ডে সাত সকালে ভূমিকম্প। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির খবর অনুযায়ী উত্তরাখণ্ডের পিথোরগড়ে কম্পন অনুভূত হয়।

47
'রেমাল' ভয় যেতে না যেতেই এবার ভূমিকম্প!

মঙ্গলবার ভোর ৬ টা ৪৩ মিনিটে অনুভূত হয় এই ভূমিকম্প। সূর্য উঠতে না উঠতেই কেঁপে ওঠে উত্তরাখণ্ড।

57
'রেমাল' ভয় যেতে না যেতেই এবার ভূমিকম্প!

ভূমিকম্পের তীব্রতার মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.১। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।

67
'রেমাল' ভয় যেতে না যেতেই এবার ভূমিকম্প!

উত্তরাখণ্ডের উত্তর কাশিতে মে মাসের শুরুতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।

77
'রেমাল' ভয় যেতে না যেতেই এবার ভূমিকম্প!

এক মাসের মধ্যেই ফের ভূমিকম্প হওয়ায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা।

Share this Photo Gallery

Latest Videos

click me!

Latest Videos

Recommended Photos