মণিপুর বিধানসভা নির্বাচনের তারিখে পরিবর্তন, নয়া ঘোষণা কমিশনের

 প্রথম দফার ভোট হবে ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি। দ্বিতীয় দফার ভোট তেসরা মার্চের পরিবর্তে পাঁচই মার্চ অনুষ্ঠিত হবে।

মণিপুর বিধানসভা নির্বাচনের (Manipur Assembly elections) ভোটের তারিখ সংশোধন (EC revises polling date) করেছে নির্বাচন কমিশন (Election commission)। প্রথম দফার ভোট (first phase of polling) হবে ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি। দ্বিতীয় দফার ভোট তেসরা মার্চের পরিবর্তে পাঁচই মার্চ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে ১০ মার্চ।

মুখ্যমন্ত্রী এন বীরেন সিং আসন্ন নির্বাচনের জন্য ইম্ফল পূর্ব জেলার হেইনগাং আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মণিপুরে ৬০টি আসন রয়েছে। ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ২০,৫৬,৯০১। এর আগে নির্বাচন কমিশন জানিয়েছিল মণিপুরে প্রথম দফার নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। দ্বিতীয় দফার ভোট মার্চের ৩ তারিখ হবে বলে নির্বাচন কমিশনের (Election Commission) তরফে ঘোষণা করা হয়। অন্যদিকে ৫ রাজ্যেই ভোট গণনা হবে আগামী ১০ মার্চ। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের বিধানসভা নির্বাচন মণিপুরে (Assembly elections of 2017 in Manipur) হয়েছিল ২ দফায়। এবারেও সেই নিয়মের বদল হয় না।

Latest Videos

শেষ বারের নির্বাচন কমিশনের নির্ঘণ্ট জানায় প্রথম দফায় মণিপুরে ৩৮ বিধানসভা কেন্দ্রে ভোট হয়েছিল ৪ মার্চ। বাকি ২২টি আসনে দ্বিতীয় দফায় ভোট হয়েছিল ৮ মার্চ। তবে সেই বার ভোট গণনা হয়েছিল ১১ মার্চ। এবার হচ্ছে একদিন আগে। তবে করোনা উদ্বেগ মাথায় রেখেও ভোটের মরসুমে কোনও বদল নিয়ে আসা হয়নি মণিপুরে। যদিও প্রতিরাজ্যেই ভোট প্রক্রিয়ার সময় কোভিড বিধি পালনের উপর বিশেষ ভাবে জোর দেওয়া হয় কমিশনের তরফে। 

আরও পড়ুন- কংগ্রেসের সঙ্গে লড়াইয়ে আপ-বিজেপির, কেমন ছিল ২০১৭ সালের পঞ্জাব বিধানসভার ফল

আরও পড়ুন- হিজাব ইস্যুতে শুনানি নিয়ে এখনই সিদ্ধান্ত নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট 

এমনকী ১৫ জানুয়ারি পর্যন্ত রোড শো, বাইক ব়্যালিতে নিষেধাজ্ঞা জারি করা হয়। জোর দেওয়া হয় শুধুমাত্র ভার্চুয়াল ব়্যালিতে। অন্যদিকে বাড়ি বাড়ি গিয়ে প্রচারের ক্ষেত্রেও ছিল নিষেধাজ্ঞা। সেই ক্ষেত্রে মাত্র ৫ জন কর্মী নিয়েই বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন রাজনৈতিক নেতারা বলে জানানো হয়। 

এদিকে শেষ বিধানসভা নির্বাচনের ফলাফল বলছে মনিপুরের ৬০ আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল মাত্র ২৮টি আসন। অন্যদিকে বিজেপি-র দখলে আসে ২১টি আসন। নাগা পিপলস পার্টি এবং ন্যাশনাল পিপলস পার্টিও মোটের উপর ভালো ফল করেছিল। তবে এবারের ভোটে কে কতটা ভালো ফল করে এখনও সেটাই দেখার।

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন