একনাথ শিন্ডেকে ভর্তি করতে হল হাসপাতালে, মহারাষ্ট্রে রাজনৈতিক জট অব্যাহত

মহারাষ্ট্রের কার্যকরী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জুপিটার হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Maharashtra Elections 2024: মহারাষ্ট্রে নতুন সরকার গঠনের তোড়জোড় তুঙ্গে। কিন্তু মহাযুতির নেতা এবং কার্যকরী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে অসুস্থ। তাঁর শারীরিক অবস্থার এখনও উন্নতি হয়নি। তাই তাঁর ডেঙ্গু এবং ম্যালেরিয়ার পরীক্ষা করা হয়েছে। এই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে একনাথ শিন্ডের শ্বেত রক্তকণিকার সংখ্যা কম-বেশি হচ্ছে। তাই তাঁকে এখনও চিকিৎসার প্রয়োজন। ক্রমাগত জ্বরের কারণে অ্যান্টিবায়োটিক চলছে। এর ফলেও তাঁর শরীরে প্রচণ্ড দুর্বলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাঁকে এখন জুপিটার হাসপাতালে ভর্তি করা হবে। জুপিটার হাসপাতালের চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক পরীক্ষা করবে।

একনাথ শিন্ডেকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা

দুই দিন আগে দারেগাঁও থেকে একনাথ শিন্ডে থানের নিজ বাসভবনে ফিরেছিলেন। তারপরও তাঁর শারীরিক অবস্থার পুরোপুরি উন্নতি হয়নি। এখন জুপিটার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হবে। এজন্য তিনি জুপিটার হাসপাতালে পৌঁছেছেন। এর আগে তাঁর ডেঙ্গুর পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে তাঁর শরীরে দুর্বলতা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ কারণে তাঁকে আবারও বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, একনাথ শিন্ডের শারীরিক অবস্থা এখনও ভালো না হওয়ায় আজ তিনি কোনও সভায় যাবেন না। তবে দুপুরে মহাপরিনির্বাণ দিবস উপলক্ষে আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেবেন।

Latest Videos

 

Share this article
click me!

Latest Videos

Biswas Brothers-দের ধুয়ে যা বললেন Agnimitra Paul #shorts #agnimitrapaul #latestnews
'পশ্চিমবঙ্গের মুসলমানরা কেন চুপ?' | Sukanta Majumdar #shorts #sukantamajumdar #bangladeshcrisis
চেপে ধরলেন শুভেন্দু! Waqf Bill নিয়ে 'মিথ্যা' ভাষণ মমতার! পাল্টা শুভেন্দুর | Suvendu Adhikari
Bangladesh আবহে এবার ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন অসমের মুখ্যমন্ত্রী, দেখুন কী বলছেন Himanta Biswa Sarma
'ভারতের পতাকায় পা! ওদের ভাত বন্ধ করে দেবো' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | Bangladesh