পশ্চিমবঙ্গে কবে শুরু হবে SIR? সাংবাদিক বৈঠকে স্পষ্ট করল মুখ্য নির্বাচন কমিশনার

Published : Aug 17, 2025, 05:10 PM ISTUpdated : Aug 17, 2025, 05:30 PM IST

বাংলায় কবে হবে ভোটার তালিকার নিবিড় সংশোধন? প্রশ্ন উঠছিল। এই অবস্থায় রবিবার নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠকে বাংলয় SIRএর কথা জানাল।

PREV
15
ভোটার তালিকা সংশোধন

বিহারে ভোটের মুখেই হচ্ছে ভোটার তালিকা সংশোধন। যা নিয়ে উত্তাল গোটা দেশ। বিহারের ভোটার তালিকা নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। যা নিয়ে দেশের শাসক দল ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া।কংগ্রেসের নেতৃত্বে একের এক কর্মসূচিও নিয়েছে। এই পরিস্থিতিতে বাংলায় ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বলা হয়েছে।

25
বাংলায় কবে হবে SIR?

বাংলায় কবে হবে ভোটার তালিকার নিবিড় সংশোধন? প্রশ্ন উঠছিল। এই অবস্থায় রবিবার নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠকে বাংলয় SIRএর কথা জানাল। মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার, অপর দুই নির্বাচন কমিশনার সুখবির সিং সাঁধু ও বিবেক জোশী- তিনজনেই ছিলেন সাংবাদিক বৈঠকে। সেখানেই বাংলায় ভোটার তালিকার সমীক্ষা নিয়ে কথা বলেন।

35
SIR-এর সময়

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, বাংলায় ভোটার তালিকার সংশোধন নিয়ে তিন জনে মিলে (তিন নির্বাচন কমিশনার) একসঙ্গে সিদ্ধান্চ নেবেন। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে বা অন্য রাজ্যে কবে থেকে SIR হবে, তা পরবর্তীকালে সঠিক সময়ে ঘোষণা করা হবে।

45
নাম বাদ প্রসঙ্গে

এদিন নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে প্রমাণ ছাড়া কোনও নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। কমিশন জানিয়েছে প্রত্যেক ভোটারের পাশে শক্ত হয়ে দাঁড়াবে কমিশন।

55
বিদেশি বা অনুপ্রবেশকারী প্রসঙ্গ

এদিন মুখ্য নির্বাচন কমিশনার বলেন, বিহারের ভোটার তালিকায় কতজন নেপালি, কতজন বাংলাদেশি রয়েছেন? তা নিয়ে প্রশ্ন উঠেছে। তিনি বলেন, ' আমি স্পষ্ট করে দিতে চাই, সংবিধান অনুসারে শুধুমাত্র ভারতের নাগরিকরাই বিধায়ক এ সংসদ বাছতে পারে। অন্যদের সেই অধিকার নেই। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য যাচাই হবে। যারা ভারতের নাগরিক নয়, তারা ভোট দিতে পারবে না।'

Read more Photos on
click me!

Recommended Stories