এবার আধারের সঙ্গে লিঙ্ক করতে হবে ভোটার কার্ড? এপিক নিয়ে বড় সিদ্ধান্তের পথে নির্বাচন কমিশন

EPIC and Aadhaar cards Link: মঙ্গলবারই বৈঠকে বসতে পারে জাতীয় নির্বচন কমিশন। সেখানে আলোচনা হতে পারে আধার কার্ডের সঙ্গে এপিক কার্ডের সংযুক্তিকরণ (EPIC-Aadhaar link) নিয়ে।

 

EPIC and Aadhaar cards Link: ভোটার তালিকায় (Voter List) রয়েছে ভুয়ো ভোটার। নেতাজি ইন্ডোরে দলীয় সমাবেশ থেকেই এই দাবি তুলেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তৃণমূল ভুয়ো ভোটার নিয়ে সরব হয়েছে। এই অবস্থায় ভুয়ো ভোটার ইস্যুতে বড় পদক্ষেপ নিতে পারে নির্বাচন কমিশন (Election Commission)। মঙ্গলবারই এই বিষয়ে বৈঠকে বসতে পারে জাতীয় নির্বচন কমিশন। সেখানে আলোচনা হতে পারে আধার কার্ডের সঙ্গে এপিক কার্ডের সংযুক্তিকরণ (EPIC-Aadhaar link) নিয়ে। তৃণমূল কংগ্রেস সম্প্রতি নির্বাচন কমিশনকে দেওয়া স্মারকলিপিতে এপিক কার্ড বা ভোটার কার্ডে ইউনিক নম্বরের দাবি তুলেছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মঙ্গলবার বৈঠক ডাকঠেন। বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রের সচিব এবং কেন্দ্রীয় আইনসচিব। দেশের সমস্ত জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দলের থেকেও এই বিষয়ে পরামর্শ চেয়েছে নির্বাচন কমিশন। বলা হয়েছে আগামী ৩০ এপ্রিলের মধ্যে এই বিষয়ে তাদের মতামত কমিশনের কাছে পাঠাতে হবে। নির্বাচন কমিশন সূত্রের খবর, ভোটার কার্ড আর আধার কার্ড সংযুক্তিকরণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। তাই মঙ্গলবারের বৈঠকে কী করে এই সংযুক্তিকরণ হবে তাই নিয়েই আলোচনা করা হতে পারে।

Latest Videos

শুধু এই রাজ্যই নয়, এর আগে মহারাষ্ট্র ও হরিয়ানাতেও ভুয়ো ভাটার নিয়ে অভিযোগ করেছিল কংগ্রেস। যদিও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত কংগ্রেস এতটা সরব হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে প্রথম থেকেই সরব ছিলেন। তাঁর দলের প্রতিনিধিরা এই বিষয়ে নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে স্মারকলিপিও দিয়ে এসেছিলেন। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনারের ভাবমূর্তি ও ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাতে কিছুটা বাধ্য হয়েই নির্বাচন কমিশন আধারের সঙ্গে ভোটার বা এপিক কার্ডের সংযুক্তিকরণ করতে চাইছে বলেও সূত্রের খবর।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

 

Share this article
click me!

Latest Videos

‘Humayun Kabir যদি ব্যানার্জি হত, শোকজ করতেন?’ Mamata Banejee-কে চরম আক্রমণ Adhir Ranjan Chowdhury-র
"হোলি ! হালকা ড্রিঙ্কস অবশ্যই করেছি", পুলিশ আটক করায় এ কী বলছেন যুবক? দেখুন পুরো ভিডিও | Viral Video
হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে বিয়ে, কঠিন সিদ্ধান্ত পরিবারের! | North Dinajpur News Today
‘West Bengal-এ ভোট সন্ত্রাস শুরু করেছে Mamata Banerjee-র TMC!’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury
ডাকাতির ছক বানচাল ! আগ্নেয়াস্ত্র সহ বারুইপুর থেকে গ্রেফতার সাত জন ডাকাত | South 24 Paragana News