Amit Shah Visit North East: তিনদিনের জন্য উত্তর-পূর্ব ভারত সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে শাহের সফরসূচিতে নেই অশান্ত মণিপুরের (Manipur) নাম।
তিনদিনের জন্য উত্তর-পূর্ব ভারত সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে শাহের সফরসূচিতে নেই অশান্ত মণিপুরের (Manipur) নাম। গত একমাস ধরে উত্তর-পূর্বের (North East India) এই রাজ্য জারি হয়েছে রাষ্ট্রপতির শাসন। তার মধ্যেই এই শাহি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল (Politics News)। যদিও অমিত শাহ মণিপুর যাবেন কিনা সেই বিষয়ে শাহের মন্ত্রকের তরফে স্পষ্ট কোনও নির্দেশিকা এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
সূত্রের খবর, শুক্রবার রাতেই অসমের (Assam News) যোরহাটে পৌঁছেছেন অমিত শাহ(Amit Shah)। সেখান থেকে যান গোলাঘাট জেলার দেড়গাঁওয়ে। জায়গাটি যোরহাটের ঠিক পাশেই। দেড়গাঁওয়ের লাচিত বারফুকান পুলিশ ব্যারাকে রাত্রিযাপন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। লাচিত বারফুকান পুলিশ ব্যারাকের প্রথম দফার সংস্কারের কাজ সম্প্রতিই শেষ হয়েছে। তার জন্য ব্যয় হয়েছে ১৬৭.৪ কোটি টাকা। শনিবার সকালে সেটির উদ্বোধন করেন শাহ (Amit Shah News)। একই সঙ্গে দ্বিতীয় পর্বের সংস্কার কাজের শিলান্যাসও করেন। দ্বিতীয় পর্বের কাজের জন্য খরচ হবে ৪২৫.৪৮ কোটি টাকা।
আরও জানা গিয়েছে, দেড়গাঁও-তে নিজের কর্মসূচি শেষে শনিবারেই মিজোরামে যাবেন মোদীর ডেপুটি অমিত শাহ (Amit Shah)। সম্প্রতি মিজোরামের রাজধানী আইজল থেকে ১৫ কিলোমিটার দূরে জোখাওসাংয়ে অসম রাইফেলসকে স্থানান্তরিত করার কাজ শুরু করা হয়েছে। মিজোরামে গিয়ে সেই স্থানান্তরিত অনুষ্ঠানেই যোগ দেবেন শাহ। তারপর সন্ধ্যায় ফিরে আসবেন গুয়াহাটিতে (Guwahati)। এছাড়াও রবিবার অসমের দোতমার যাবেন তিনি। বোরো ছাত্র সংগঠনের ৫৭ তম বার্ষিক সম্মেলন ঘিরে অসমের এই দোতমা এলাকায় এখন সাজসাজ রব। সেই উৎসবেই যোগ দেবেন শাহ। তবে শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নয়, সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারও। উত্তর-পূর্ব ভারতের আট রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় ন্যয় সংহিতার সেই রাজ্যগুলিতে রূপায়ন নিয়ে বৈঠক সারবেন তিনি। তারপর রাতেই ফিরবেন দিল্লিতে।
উল্লেখ্য, কুকি-মেইতি সংঘর্ষে প্রায় দু'বছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর। পদ ছেড়েছেন মুখ্যমন্ত্রী N. Biren Singh। জারি রাষ্ট্রপতির শাসন। তারপরও বন্ধ হয়নি ক্ষোভের আগুন। আর এই আবহে শাহের উত্তর-পূর্ব ভারত সফরের তালিকায় মণিপুর না থাকায় স্বাভাবিক ভাবেই চড়ছে রাজনীতির পারদ।