নিজের কথা না বলে বিজেপির পরিকল্পনার কথা বলুন, রাহুল গান্ধীর পরিমর্শ প্রধানমন্ত্রী মোদীকে

কর্ণাটকে ভোট প্রচারে রাহুল গান্ধী। কংগ্রেস নেতার নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চড়া সুরেই আক্রমণ মোদীকে। বললেন কর্ণাটকের কথা বলেন না মোদী।

 

Web Desk - ANB | Published : May 1, 2023 4:04 PM IST

কংগ্রেস তাঁকে ৯১ বার অপমান করেছে। ভোট প্রচারে কর্ণাটকে গিয়ে তেমনই অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার তাঁর অভিযোগের কড়া প্রতিক্রিয়া জানালেন রাহুল গান্ধী। কর্ণাটকের মাটি থেকেই প্রধানমন্ত্রীকে নিশানা করলেন কংগ্রেস নেতা। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বোঝা উচিৎ যে কর্ণাটকের নির্বাচন তাঁর সঙ্গে সম্পর্কিত নয়। কর্ণাটকের নির্বাচন- বিজেপি সরকারের কাজ, ভবিষ্যৎ পরিকল্পনা, ভবিষ্যৎ কর্মসূচি- এগুলি নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। কিন্তু সেখানে প্রধানমন্ত্রী সেই সব না করে নিজের বিষয়ে কথা বলে যাচ্ছেন।

রাহুল গান্ধী বলেন, 'আপনি (নরেন্দ্র মোদী) কর্ণাটকে নির্বাচনের জন্য প্রচার করতে আসেন। কিন্তু কর্ণাটকের কথা বলেন না। আপনি নিজের সম্পর্কে কথা বলেন। গত তিন বছর কর্ণাটকে আপনি কী করেছে তা আপনাকে বলতে হবে ভোট প্রচারে। আগামী পাঁচ বছর কর্ণাটকের জন্য আপনি কী করতে চান তাও বলতে হবে আপনাকে। যুব, শিক্ষা, স্বাস্থ্য ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য কী কী পদক্ষেপ করছেন তাও বলতে হবে। ' তুরুভেকের জনসভায় রাহুল গান্ধী কিছুটা সরু চড়িয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেন।

Latest Videos

রাহুল গান্ধী বলেন, 'এই নির্বাচন আপনার জন্য নয়, এই নির্বাচন কর্ণাটকের জনগণ ও তাদের ভবিষ্যতের জন্য। আপনি বলছেন কংগ্রেস আপনাকে ৯১ বার গালি দিয়েছেন,কিন্তু আপনি কর্ণাটকের জন্য কী করেছে তা একবারও বলছেন না।' এদিন রাহুল গান্ধী রীতিমত মোদীকে পরামর্শ দেওয়ার ভঙ্গিমায় বলেন, আগামী দিনের জনসভায় প্রধানমন্ত্রী যেন অবশ্যই বলেন, আগামী পাঁচ বছর কর্ণাটকের জন্য তাদের কী কী পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাহুল গান্ধী বলেন, মোদী কর্ণাটক আসেন, কিন্তু একবারও বর্তমান মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই বা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরিআপ্পার নাম পর্যন্ত উচ্চারণ করেন না। তাঁর সব বক্তৃতাও নিজেকে কেন্দ্র করে আবর্তিত হয়। তিনি আরও বলেন মোদী যদি এদের দুজনের নাম উচ্চারণ করেন তাহলে তারা খুশি হবে।

সম্প্রতি কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীকে বিষধর সাপের সঙ্গে তুলনা করেছিলেন। তার উত্তর দিতে মোদী বলেন শুধুমাত্র কর্ণাটকেই কংগ্রেস তাঁকে ৯১ বার আক্রমণ করেছে। এদিন রাহুল গান্ধী কর্ণাটকের জনসভা থেকে তাঁর মন্তব্যের প্রতিক্রিয়া জানালেন। এদিন রাহুল গান্ধীর সঙ্গে জনসভায় উপস্থিত ছিল কংগ্রেসের প্রথম সারির নেতারা।

রাহুল গান্ধী এদিনও জনসভা থেকে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারের কথা তুলে ধরেন। তিনি বলেন কংগ্রেস সরকার গঠন করলে প্রত্যেক পরিবারের জন্য ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেবে। পরিবারের মহিলাদের মাসে ২ হাজার টাকা করে দেবে। স্নাতক যুবকদের তিন হাজার ও ডিপ্লোমা হোল্ডারদের মাসিক দেড় হাজার টাকা করে দেওয়া হবে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ফের আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়
'ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নেবে শুভেন্দু' হিন্দুদের উপর আক্রমনে গর্জে উঠলেন বিরোধী দলনেতা | Suvendu
'ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্বও তাঁর তাঁর' তমলুকে কালীপুজো উদ্বোধনে এসে বার্তা শুভেন্দুর
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
কালীপুজোর আগের দিন অভয়ার বাড়িতে অগ্নিমিত্রা, দেখুন কী বললেন এই বিজেপি নেত্রী | Agnimitra Paul