আজ সকাল থেকেই জম্মু-কাশ্মীরের অনন্তনাগে চলছে পুলিশ ও সন্ত্রাসবাদীদের মধ্য গুলির লড়াই। সূত্রের খবর, গতকাল থেকেই চাপা উত্তেজনা চলছিল জম্মু-কাশ্মীরের অনন্তনাগে। জানা দিয়েছে, আজ সকালে তিন জন সন্ত্রাসবাদীকে আটক করেছেন সেনা জওয়ানরা।
পুলিশ সূত্রে খবর, সন্ত্রাসবাদীদের মোকাবিলা করতে ইতিমধ্যেই সেখানে বিশাল সংখ্যক সেনাবাহিনী এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে আটক করা ওই সন্ত্রাসবাদীদের অনন্তনাগেরই একটি বিল্ডিং-এ বন্দি করে রাখা হয়েছে।
প্রসঙ্গত পুলওয়ামা হামলার ঠিক চার মাস পরে আবার গতকালই সেখানে জওয়ানদের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। দু-পক্ষের গোলাগুলিতে ঘটনাস্থলে মৃত্যু হয় এক মেজরের। ফেব্রুয়ারি মাসের পুলওয়ামা হামলার ঘটনা আজও যখন সকলের মনে টাটকা আবারও ঠিক সেই ধাঁচেই আক্রমণ চালাল জঙ্গিরা। শুধু দাই নয় দু-পক্ষের গোলাগুলিতে জখম হয়েছেন এক সাধারণ মানুষও। সেইসঙ্গে প্রাণ গিয়েছিল তিন সন্ত্রাসবাদীর। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, সন্ত্রাসবাদী এবং জঙ্গিদের মধ্যে এখনও গুলির লড়াই অব্যাহত।