মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন, কোনওমতে এড়ানো গেল বড় বিপদ

Published : Aug 31, 2025, 11:15 AM ISTUpdated : Aug 31, 2025, 11:39 AM IST
Air India

সংক্ষিপ্ত

Air India: সাম্প্রতিক সময়ে বারবার এয়ার ইন্ডিয়ার উড়ানে সমস্যা দেখা গিয়েছে। রবিবার সকালে ফের সমস্যা দেখা গেল। তবে পাইলটদের তৎপরতার ফলে যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে বারবার এই ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।

DID YOU KNOW ?
বিমানের জরুরি অবতরণ
সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ানে সমস্যা দেখা গিয়েছে। রবিবার ভোরে ফের সমস্যা তৈরি হল।

Air India Flight Emergency Landing: রবিবার ভোর ৫টা বেজে ৩৫ মিনিট। দিল্লি বিমানবন্দর (Indira Gandhi International Airport) থেকে ছাড়ল ইন্দোরগামী (Indore) এয়ার ইন্ডিয়া (Air India) উড়ান এআই২৯১৩। নিশ্চিত মনে উড়ান ধরেন ৯০ জন যাত্রী। সকাল ৭টা বেজে ১০ মিনিটে ইন্দোরে পৌঁছনোর কথা ছিল। ভোরবেলা অনেকেরই চোখ ঘুমে বুজে এসেছিল। কিন্তু আধঘণ্টা উড়ানের পরেই হঠাৎ বিপদ। পাইলট লক্ষ্য করেন বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে। সঙ্গে সঙ্গে সবার সুরক্ষার কথা ভেবে এ৩২০ নিও বিমানের ডানদিকের ইঞ্জিন বন্ধ করে দেন পাইলট। এরপর দিল্লিতে ফিরে বিমানের জরুরি অবতরণ করানো হয়। সকাল ৬টা বেজে ১৫ মিনিটে দিল্লিতে জরুরি অবতরণ করে এই বিমান। সবাই নিরাপদেই আছেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। আরও জানানো হয়েছে, বিমানটিকে পরীক্ষার জন্য সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওই বিমানে থাকা যাত্রীদের অন্য বিমানে ইন্দোরে পৌঁছনোর ব্যবস্থাও করা হয়েছে।

ঠিক কী হয়েছিল?

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'দিল্লি থেকে ইন্দোরগামী উড়ান এআই২৯১৩ ৩১ অগাস্ট টেক অফের কিছুক্ষণ পরেই দিল্লিতে ফিরে আসে। কারণ, ককপিট ক্রু বুঝতে পারেন, বিমানের ডানদিকের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছে। এরপর নিয়ম অনুযায়ী ককপিট ক্রু সেই ইঞ্জিন বন্ধ করে দেন। তারপর দিল্লিতে ফিরে এসে নিরাপদেই অবতরণ করে বিমান।' তবে ঠিক কী কারণে এই বিমানের ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল, সে বিষয়ে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

তদন্ত করবে ডিজিসিআই

রবিবার সকালের এই ঘটনার বিষয়ে বিমানের সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনকে (Directorate General of Civil Aviation) জানানো হয়েছে। এই ঘটনার তদন্ত করবে ডিজিসিআই। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বেশ কয়েকটি বিমানে সমস্যা দেখা গিয়েছে। ফলে যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলে আশা যাত্রীদের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
৯০
দিল্লি-ইন্দোর এয়ার ইন্ডিয়া উড়ানে ছিলেন ৯০ জন যাত্রী
রবিবার ভোরে দিল্লি বিমানবন্দর থেকে ইন্দোরের উদ্দেশে রওনা হয়েও ফিরে এল এয়ার ইন্ডিয়ার বিমান।
Read more Articles on
click me!

Recommended Stories

'হিন্দু রেট অফ গ্রোথ'! ভারতের ডিজিপি বাড়তেই হিন্দুদের অপমান নিয়ে সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে পেনশন ও ডিএ নিয়ে নতুন মোড়! এক কোটি পরিবারকে স্বস্তি দিয়ে সরকার দিল বড় আপডেট