সোমবার দিল্লি থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে, যার ফলে উড়ান বাতিল করতে হয়। বিমান সংস্থাটি যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেছে এবং জানিয়েছে যে সব যাত্রী নিরাপদে নেমে গিয়েছে।
ফের যান্ত্রিক ত্রুটি এয়ার ইন্ডিয়া বিমানে। বাতিল করা হল উড়ান। একের পর এক খবর আসছে এয়ার ইন্ডিয়া বিমান নিয়ে। সোমবার সন্ধ্যায় কলকাতাগামী বিমানে ধরা পড়ল যান্ত্রিক ত্রুটি। দিল্লি থেকে উড়ানের বাতিল করতে হয় এর জেরে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করল এয়ার ইন্ডিয়া। দিল্লি বিমানবন্দর থেকে রিশিডিউল করা হয় বিমানটি।
সোমবার এয়ার ইন্ডিয়া বিমানের প্রসঙ্গে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ২১ জুলাই দিল্লি থেকে কলকাতাগামী ফ্লাইট AI2403-কে রিশিডিউল করা হয়েছে। উড়ানের সময় একটি যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তাই এই সিদ্ধান্ত। ককপিট ক্রু-রা নির্দিষ্ট পদ্ধতি মেনে উড়ান বাতিল করার সিদ্ধান্ত নয়।
বিমানের সমস্যার কারণে সেটিকে রিশিডিউল করতে হয় এই দিন। যাত্রীদের কাছে এই অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখপ্রকাশ করেছে বিমান সংস্থা। বিমান সংস্থার বিবৃতি অনুসারে, সব যাত্রী নিরাপদে নেমে নিয়েছে। এই ফ্লাইটটি ছিল এয়ারবাস ৩২১ এয়ারক্র্যাফট। যা বেশি সংখ্যক যাত্রী থাকে ব্যবহার করা হয়।
এদিকে আমেদাবাদে বিমান দুর্ঘটনার পর থেকে একের পর এক খবর আসছে এয়ার ইন্ডিয়া বিমান নিয়ে। গতকালও বিমান অবতরণের সময় দুর্ঘটনা ঘটে। একটুর জন্য বেঁচে যান যাত্রী ও কর্মীরা।
জানা গিয়েছে, সোমবার সকাল ৯টা ২৭ মিনিট নাগাদ মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। সে সময় মুম্বইয়ে ভারী বৃষ্টি হয়। রানওয়েতে অবতরণের চেষ্টা করছিল কেরলের কোচি থেকে মুম্বইয়ে আসা এয়ার ইন্ডিয়া বিমান। বৃষ্টির জেরে রানওয়েতে পিছলে যায় বিমানের চাকা। তড়িঘড়ি বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বিমানে সমস্ত যাত্কী ও বিমানকর্মীকে নিরাপদে নামানো হয়েছে। সকলে সুস্থ আছেন বলে জানা যায়। তবে, এই ঘটনার দুমড়েমুচড়ে গিয়েছে বিমানের চাকা। বিমানের ইঞ্জিনও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থার একজন মুখপাত্র জানান, কোচি থেকে মুম্বইগামী এআই ২৭৪৪ উড়ানটি অবতরণের সময় শহর ও রাজ্যের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হচ্ছিল। এর কারণে অবতরণের সময় ভেজা রানওয়েতে পিছলে যায় প্লেন।


