১০০০ টাকা থেকে বেড়ে সরাসরি ৯০০০ টাকা হতে পারে EPFO-এর মাসিক পেনশন!

Published : Jan 08, 2025, 11:57 AM IST

কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি ইপিএফও পেনশন ১০০০ টাকা থেকে ৯০০০ টাকায় বৃদ্ধির দাবি জানিয়েছে। মূল্যবৃদ্ধির বাজারে বর্তমান EPFO-এর পেনশন অপর্যাপ্ত বলে মনে করছে সংগঠনগুলি

PREV
112

প্রভিডেন্ট ফান্ডে (EPFO) পেনশনের মাসিক ১০০০ টাকা পেনশন বাড়িয়ে ৯০০০ টাকা করার দাবি জানাল কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। 

212

দ্রুত কেন্দ্রীয় কর্মচারীদের বেতন কাঠামো সংশোধন এবং অষ্টম বেতন কমিশন গঠন নিয়ে সোমবার অর্থমন্ত্রকের সঙ্গে বাজেটের পূর্ববতী বৈঠক করা হয়েছে। 

312

আজকের এই মূল্যবৃ্দ্ধির বাজারে ১০০০ টাকা ইপিএফও-এর পেনশন মোটেই গ্রহণযোগ্য নয়। 

412

যেখানে একটা রান্নার গ্যাসের দাম ৮২৯ টাকা সেখানে ১০০০ টাকা ইপিএফও-এর পেনশন দ্রুত বৃ্দ্ধির দাবি জানিয়েছেন নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠকে।

512

যদিও সব সুযোগ বা সুবিধা সরকারি কর্মীরাই পেয়ে আসে বেসরকারি কর্মীদের কোনও আর্থিক সুবিধা নেই যার ফলে তারা এই মূল্যবৃদ্ধির মোকাবেলায় নিজেদের টিকিয়ে রাখতে পারে।

612

এর ফলে ঋণে জর্জরিত হয়ে ওঠে জীবন। 

712

তবে এই বছর যদি কেন্দ্রীয় সরকার ইপিএফও-তে মূল বেতন বৃদ্ধির অনুমোদন দেয় এতে বেসরকারি কর্মীদের পেনশন সামান্য বাড়বে বলে মনে করা হচ্ছে।

812

এই বিষয়ে আরএসএস এর শ্রমীক সংগঠনের উত্তরাঞ্চলের সম্পাদক অন্যতম পবন কুমার বলেছেন, 

912

প্রাথমিকভাবে প্রভিডেন্ট ফান্ডে নূ্যতম বাড়ানো হোক, এরপর এর সঙ্গে মহার্ঘ ভাতা যুক্ত করা হবে। 

1012

এই মূল্যবৃদ্ধির বাজারে সামান্য টাকায় সংসার চালানো দায়। 

1112

বিশেষ কর যারা বেসরকারি খাতে কাজ করেন তাদের অবস্থা আরও করুন। 

1212

এমন অবস্থায় বাজেটে এই পরিস্থিতিগুলো অবশ্যই বিবেচনা করা প্রয়োজন বলে দবি জানিয়েছেন তিনি।

click me!

Recommended Stories