১০০০ টাকা থেকে বেড়ে সরাসরি ৯০০০ টাকা হতে পারে EPFO-এর মাসিক পেনশন!
কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি ইপিএফও পেনশন ১০০০ টাকা থেকে ৯০০০ টাকায় বৃদ্ধির দাবি জানিয়েছে। মূল্যবৃদ্ধির বাজারে বর্তমান EPFO-এর পেনশন অপর্যাপ্ত বলে মনে করছে সংগঠনগুলি
যেখানে একটা রান্নার গ্যাসের দাম ৮২৯ টাকা সেখানে ১০০০ টাকা ইপিএফও-এর পেনশন দ্রুত বৃ্দ্ধির দাবি জানিয়েছেন নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠকে।
যদিও সব সুযোগ বা সুবিধা সরকারি কর্মীরাই পেয়ে আসে বেসরকারি কর্মীদের কোনও আর্থিক সুবিধা নেই যার ফলে তারা এই মূল্যবৃদ্ধির মোকাবেলায় নিজেদের টিকিয়ে রাখতে পারে।
এর ফলে ঋণে জর্জরিত হয়ে ওঠে জীবন।
তবে এই বছর যদি কেন্দ্রীয় সরকার ইপিএফও-তে মূল বেতন বৃদ্ধির অনুমোদন দেয় এতে বেসরকারি কর্মীদের পেনশন সামান্য বাড়বে বলে মনে করা হচ্ছে।
এই বিষয়ে আরএসএস এর শ্রমীক সংগঠনের উত্তরাঞ্চলের সম্পাদক অন্যতম পবন কুমার বলেছেন,
প্রাথমিকভাবে প্রভিডেন্ট ফান্ডে নূ্যতম বাড়ানো হোক, এরপর এর সঙ্গে মহার্ঘ ভাতা যুক্ত করা হবে।
এই মূল্যবৃদ্ধির বাজারে সামান্য টাকায় সংসার চালানো দায়।
বিশেষ কর যারা বেসরকারি খাতে কাজ করেন তাদের অবস্থা আরও করুন।
এমন অবস্থায় বাজেটে এই পরিস্থিতিগুলো অবশ্যই বিবেচনা করা প্রয়োজন বলে দবি জানিয়েছেন তিনি।