জানুয়ারির মাঝামাঝি আবার বেতন দেওয়া হবে সরকারি কর্মীদের? কে কত টাকা পাবেন? রইল হিসেব

Published : Jan 08, 2025, 10:20 AM ISTUpdated : Jan 08, 2025, 12:05 PM IST

সরকারি কর্মীদের অ্যাকাউন্টে জানুয়ারি মাসে কি ফের ঢুকবে টাকা? ডিএ যদি বাড়ে তাহলে স্বাভাবিকভাবেই বেতনেও বেশ খানিকটা তফাত দেখা যাবে। আপনিও কি জানতে ইচ্ছুক যে ডিএ বাড়লে কার কতটা বেতন বাড়বে? তাহলে চোখ রাখুন আজকের লেখাটির ওপর।

PREV
112

নতুন বছরকে ঘিরে সবথেকে বেশি যারা আশায় বুক বেঁধেছেন তাঁরা হলেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ২০২৪ সালের পর এবার ২০২৫ সালে DA বা মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) বৃদ্ধি নিয়ে আশাবাদী সকলে।

212

কবে কেন্দ্রের তরফে এই সংক্রান্ত পরবর্তী ঘোষণা করা হবে সেদিকে নজর রয়েছে সকলের।

312

সপ্তম বেতন কমিশনের অধীনে, এআইসিপিআই (অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স) এর ভিত্তিতে ডিএ গণনা করা হয়। এ বার ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত AICPI সূচকের তথ্য এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।

412

২০২৪ সালের অক্টোবর পর্যন্ত প্রকাশিত তথ্যের ভিত্তিতে, এটি নিশ্চিত যে জানুয়ারিতে ডিএ ৩-৪% বাড়ার সম্ভাবনা রয়েছে।

512

যদি ২০২৪ সালের নভেম্বর ও ডিসেম্বরে এই সংখ্যা ১৪৫ এর আশেপাশে থাকে, তাহলে ২০২৫ সালের জানুয়ারিতে ডিএ বেড়ে দাঁড়াবে ৫৬ শতাংশে।

612

এটা স্পষ্ট যে সরকার নতুন বছরে ডিএ ৫৩% থেকে বাড়িয়ে ৫৬% করতে পারে। মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধির ফলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন প্রতি মাসে অনেকটাই বাড়বে।

712

ডিএ ৩ শতাংশ বাড়ানো হলে কর্মীদের বেতনে বড় পরিবর্তন আসবে।

812

সূত্রের খবর, যদি কেন্দ্রীয় সরকার সালের জানুয়ারির জন্য ডিএ ৩% বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়, তবে কেন্দ্রীয় কর্মীদের ন্যূনতম বেতন বাড়বে।

912

বর্তমানে যারা বেসিক ১৮ হাজার টাকা বেতন পাচ্ছেন, তাঁদের ৫৪০ টাকা বৃদ্ধি পাবে।

1012

একইভাবে, পেনশনভোগীরা সর্বনিম্ন ২৭০ টাকা বেশি পাবেন। কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য সবচেয়ে কম পেনশন হল ৯ হাজার টাকা।

1112

বর্তমান কর্মচারীদের সর্বোচ্চ বেতন আড়াই লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে, যার সর্বোচ্চ পেনশন ১,২৫,০০০ টাকা।

1212

কেন্দ্র যদি মহার্ঘ ভাতা ৩% বাড়ায়, তাহলে কর্মচারীরা ৭,৫০০ টাকা বেতন বৃদ্ধির আশা করতে পারেন। আর পেনশনভোগীরা ৩,৭৫০ টাকা বৃদ্ধি দেখতে পাবেন।

click me!

Recommended Stories