দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরায় বাংলার নাট্যদলকে চরম হেনস্থা, সাহায্যের জন্য এল না কেউ

Published : Feb 11, 2025, 07:00 PM IST
Express Train

সংক্ষিপ্ত

রবিবার সকালে শিপ্রা এক্সপ্রেস পাথারিয়া স্টেশনে পৌঁছলে ওই কামরায় কয়েকজন যাত্রী জোর করে উঠে পড়ে। তখন নাট্যদলের কয়েকজন সদস্যর ল্যাপটপ, ব্যাগ, বাদ্যযন্ত্র, নাটকে ব্যবহৃত সামগ্রী খোয়া যায় বলে অভিযোগ। 

কুম্ভমেলায় যাওয়া জন্য বিপুল সংখ্যক বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। তবুও দূরপাল্লার ট্রেনের সংরক্ষিত কামরায় যাত্রী-হয়রানি চলছে বলে অভিযোগ উঠছে।অভিযোগ, সংরক্ষিত কামরার টিকিট কেটেও এক শ্রেণির যাত্রীদের হুমকির মুখে পড়তে হচ্ছে । এমনই খারাপ অভিরজ্ঞতার সাক্ষী থাকল বাংলার একটি বিখ্যত নাট্যদল।

ইন্দোর থেকে ফেরার পথে শিপ্রা এক্সপ্রেসের বাতানুকূল সংরক্ষিত কামরায় এমন ধরনের ঘটনা ঘটবে তা আঁচ করেত পারে নি দমদম বিশ্বরূপম নাট্যগোষ্ঠীর সদস্যরা। জানা গেছে, একটি নাট্যোৎসব থেকে ফেরার পথে শনিবার রাত সাড়ে ১১টায় শিপ্রা এক্সপ্রেসের এম-১ থ্রি-এসিতে ওঠেন নাট্যদলের ২৫ জন সদস্য। নাট্যকর্মীদের অভিযোগ, রবিবার সকালে ট্রেনটি পাথারিয়া স্টেশনে আসতেই তাদের কামরায় জোর করে উঠে পড়ে কিছু যাত্রী। শুরু হয় বাকবিতন্ডা। অভিযোগ, পরিস্থিতি অস্থির হয়ে উঠলে এই সময়ে নাট্যকর্মীদের ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ, বাদ্যযন্ত্র, নাটকে ব্যবহৃত সামগ্রীর ব্যাগ খোয়া যায়। বিষয়টি নিয়ে তারা রেলে অভিযোগ জানিয়েও সুরাহা মেলেনি বলে জানিয়েছেন।

অভিযোগ উঠেছে, বহিরাগত এই ১২ জনের দলকে আবার রেলের অনেকেই চেনেন বলে। আর এই কারণে তারা কাউকে পরোয়া না করেই নিজেদের প্রভাব খাটাচ্ছিল বলে অভিযোগ করা হয়। যাত্রীদের অভিযোগ, জোর করে সংরক্ষিত কামরায় উঠলেও টিকিট পরীক্ষক ছিলেন একপ্রকার নীরব। সংরক্ষিত কামরায় যাত্রী হয়রানির বিষয় নিয়ে অভিযোগ সংশ্লিষ্ট জিআরপিতে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।

এক্সপ্রেস ট্রেনে এমন নির্মম ব্যবহার সহ্য করে সোমবার হাওড়া জিআরপিতে লিখিত অভিযোগ জানান ওই নাটকের দলের সদস্যরা । রেল সূত্রে খবর, ওই অভিযোগ সমস্ত বিবরণ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট জিআরপিতে । এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ওই নাট্যগোষ্ঠীর এক অভিনেতা । তিনি এই চরম অভিজ্ঞতার সাক্ষী থেকে আক্ষেপের সুরে বলেন, বাতানুকুল কামরায় টিকিট কেটেও এভাবে হয়রানি হতে হবে কল্পনাও করিনি। সব রকমভাবে রেলে অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

News Round Up: মোদীর রানাঘাটে জনসভা থেকে নানুরে তৃণমূল বুথ সভাপতি খুন- সারা দিনের খবর এক ক্লিকে
Babri Masjid Bengal : কেউ পক্ষে, কেউ সরব নিন্দায়! বঙ্গে বাবরি মসজিদ নিয়ে ফাটল খোদ মুসলিম সমাজেই!