Indian Railways Gives 5 Benefits to Senior Citizens
বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে রেল যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
28
Indian Railways
দূর-দূরান্তে আরামে ও কম খরচে ভ্রমণের জন্য প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ রেলে ভ্রমণ করে। ভারতীয় রেল যাত্রীদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান করে। বয়স্কদের জন্য রেলের ৫ টি সুবিধা সম্পর্কে জানবো।
38
Indian Railways Facility
১. নিচের বার্থ
৬০ বছরের বেশি বয়সী পুরুষ এবং ৫৮ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য রেলের নিচের বার্থ দেওয়া হয়। স্লিপার, এসি ৩ টায়ার এবং এসি ২ টায়ারে এই সুবিধা পাওয়া যায়। ট্রেন ছাড়ার পরেও যদি নিচের বার্থ খালি থাকে, তবে তা বয়স্কদের দেওয়া হয়।