ফর্সা হওয়ার টোটকা দিলেই এবার জরিমানা ৫০ লাখ, হতে পারে জেলও

  • কেন্দীয় সরকার এবার একটি আইনের সংশোধন আনছে
  • আইনটি হল, ড্রাগ অ্য়ান্ড ম্য়াজিক রেমিজিজ অ্য়াক্ট
  • যার ফলে কেউ ফর্সা হওয়ার বিজ্ঞাপন দিলে ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমান
  • সেই সঙ্গে হতে পারে জেলও, স্বাগত জানাচ্ছেন নারী আন্দোলনের কর্মীরা

কালো থেকে ফর্সা হওয়া নিয়ে চারপাশে কিছু কম বিজ্ঞাপনী আয়োজন নেই কালো মেয়ে মানেই তার যেন তার বয়ফ্রেন্ড জুটবে না, বিয়ে হবে না, বিয়ে হলেও তার জন্য় বাবাকে মোটা টাকা পণ দিতে হবে, শ্বশুরবাড়িতে কদরযত্ন হবে নাআর তাই জন্য়েই তার ফর্সা হওয়া দরকারএবং রাতারাতি ফর্সা হওয়ার জন্য় বাজারে হাজারো পণ্য়ের হাতছানি আর অঢেল বিজ্ঞাপনের আয়োজনঅবশেষে এই দিন শেষ হতে চলেছেকেন্দ্রীয় সরকার, ড্রাগ ও ম্য়াজিক রেমিডিজ ( অবজেকশনাবেল অ্য়াডভার্টাইজমেন্ট) অ্য়াক্ট, ১৯৫৪-এর সংশোধন করার জন্য় প্রস্তাব এনেছে

এই আইন সংশোধনের যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে করে কেউ এই ধরনের ফর্সা হওয়ার কোনওরকম টোটকা বা তার বিজ্ঞাপন দিলে, ৫০ লাখ টাকা পর্যন্ত জরিমানা ও সঙ্গে জেলও হতে পারে তাই একবার এই আইন সংশোধন হয়ে গেলে, জেল ও মোটাটাকা জরিমানা হয়ে যাওয়ার ভয়ে, ফর্সা হওয়ার ক্রিম কসমেটিকসের বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে

Latest Videos

তবে শুধু ফর্সা হওয়ার পণ্য়ই নয়, সেইসঙ্গে লম্বা হওয়ার টোটকা, চুল পড়ে যাওয়া বা পেকে যাওয়ার চটচলতি সমাধান, মোটা থেকে রোগা করে দেওয়া বা বধিরতা দূর করে দেওয়ার কোনওরকম বিজ্ঞাপনই আর কোথাও দেখা যাবে না

যদিও বর্তমান আইনে, কেউ আজগুবি কিছু দাবি করে বিজ্ঞাপন দিলে ছ-মাস জেলের সংস্থান রয়েছে যার মধ্য়ে তাবিজ-কবজ-মাদুলির মধ্য়ে দিয়ে রোগ সারানোর বিষয়টিও রয়েছে তবে এই আইনের প্রয়োগ সেভাবে দেখা যায় না বলেই দাবি

এদিকে কেন্দ্রীয় সরকারের এই উদ্য়োগকে স্বাগত জানিয়েছেন নারী আন্দোলনের কর্মীরাতাঁদের বক্তব্য়, কালো থেকে ফর্সা হওয়ার বিজ্ঞাপন মেয়েদের প্রতি রীতিমতো বৈষম্য়মূলকএখন তো আবার ছেলেদের ফর্সা হওয়ার জন্য়ও ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন দেখা যায় এতে করে যাঁদের গায়ের রং কালো তাঁদের হীনমন্য়তা বাড়ে ও আত্মবিশ্বাস কমেযা কখনও কোনও সভ্য় সমাজে কাম্য় নয়

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
'তৃণমূলের শান্তির ছেলেরা...মমতা-বিনীতকে জেলে ঢোকাবই' RG Kar কাণ্ডে বিস্ফোরক Suvendu Adhikari
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News
'কেন্দ্র যদি একটু দয়া দেখায় তাহলে হুগলিতেও মেট্রো চলবে', আশাবাদী Rachana Banerjee
'তৃণমূলের শান্তির ছেলেরা প্রমাণ লোপাট করেছে' | Suvendu Adhikari | #shorts #suvenduadhikari #rgkar