ভুয়ো অভিযোগ, নাকি ফের রামের নামে গণহিংসা! উত্তরপ্রদেশের ঘটনায় বাড়ছে ধন্দ

  • ফের উত্তরপ্রদেশে এক মুসলিম যুবককে জোর করে 'জয় শ্রীরাম' বলানোর চেষ্টা
  • না বলতে চাওয়ায় এক তার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ
  • পুলিশ অবশ্য তদন্তে নেমে দেখছে আক্রান্তের তাঁদের বক্তব্য পরস্পরবিরোধী
  • অভিযোগটি ভুয়ো হতে পারে বলে মনে করা হচ্ছে

 

amartya lahiri | Published : Jul 29, 2019 7:52 AM IST / Updated: Jul 29 2019, 01:23 PM IST

উত্তরপ্রদেশের চান্দৌলি জেলায় এক ১৭ বছরের মুসলিম যুবককে জোর করে 'জয় শ্রীরাম' বলানোর চেষ্টা। না বলতে চাওয়ায় তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু, পুলিশ বলছে ঘটনাটা পুরোটা এইরকম নাও হতে পারে। কারণ আগুনে পুড়ে যাওয়া খালিদ নামের ওই যুবক ও তাঁর পরিবারের কথা অনেক সময়ই মিলছে না। তাঁদের বক্তব্। পরস্পরবিরোধী বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ সংস্থা এএনআইকে চান্দৌলির এসপি জানিয়েছেন, খালিদ ৪৫ শতাংশ দহন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু বিভিন্ন জনের কাছে সে বিভিন্ন কথা বলেছে। তাতেই তাঁদের সন্দেহ হয়। তাঁরা মনে করছেন এটা সাজানো ঘটনা। পুলিশ সিসিটিভিফুটেজ পরীক্ষা করে দেখেছে, খালিদ যে যে জায়গায় ছিল বলে দাবি করেছিল সেখানে তাকে দেখা যায়নি। এপ্রত্যক্ষদর্শীর দাবি খালিদ নিজেই গায়ে আগুন ধরিয়েছে।

Latest Videos

দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক সময়ে জোর করে জয় শ্রীরাম বলানো এবং তাকে কেন্দ্র করে গণহিংসার বেশ কিছু ঘটনা ঘটেছে। এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছিলেন ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি। তারপর তাদের পাল্টা চিঠিতে আক্রমণও করেছেন আরেক অংশের বুদ্ধিজীবী। তার মধ্যেই খালিদের এই ঘটনাটি নতুন মাত্রা যোগ করল। তদন্ত শেষ হলেই জানা যাবে, খালিদ ও তার পরিবার যা দাবি করছে, তাই কি ঘটেছিল, নাকি কোনও অসৎ উদ্দেশ্যে ঘটনাটি সাজানো হয়েছে।

 

Share this article
click me!

Latest Videos

নাচের অনুষ্ঠানের পারিশ্রমিক চাইতেই এ কী ঘটল ? অবশেষে এল পুলিশ
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda
এবার খেল দেখাবে শুভেন্দু! 'বোন বলেছি, দায়িত্ব আমার' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | RG Kar
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati