লক্ষ্মীর ভাণ্ডারের ১০০০ টাকা নিচ্ছেন সানি লিওন! তালিকা মেলাতেই অবাক এই রাজ্যের সরকারি কর্মীরা

লক্ষ্মীর ভাণ্ডারের মত মহিলাদের প্রকল্পের টাকা গুণে গুণে নিচ্ছেন সানি লিওন। খাতা মেলাতে গিয়ে তেমনয়ই তথ্য পেয়ে সরকারি কর্মীদের ভিরমি খাওয়ার পালা।

 

Saborni Mitra | Published : Dec 23, 2024 5:39 AM IST
110
লক্ষ্মীর ভাণ্ডারে নাম সানি নিওনে

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিচ্ছেন জনপ্রিয় বলিউড স্টার সানি লিওন। অনেকটা তেমনই ঘটনা ঘটেছে। সরকারি কর্মীরা এই তথ্য হাতে পেয়ে রীতিমত চমকে উঠেছেন।

210
মাসে ১ হাজার টাকা

সরকারি কর্মীদের হাতে যে তথ্য রয়েছে তা হল কয়েক মাস ধরেই সরকারি প্রকল্পের ১০০০ টাকা নিচ্ছেন সানি লিওন। যা দেখে রীতিমত অবাক হচ্ছেন তারা। যদিও তদন্তে নেমে হাতে আসে সম্পূর্ণ অন্য তথ্য।

310
কোথায় হয়েছে?

পশ্চিমবঙ্গে সবথেকে জনপ্রিয় সরকারি প্রকল্পগুলির মধ্যে একটি হল লক্ষ্মীর ভাণ্ডার। ভোট বৈতরণী পার হতে তেমনই প্রকল্প চালু করেছিল ছত্তিশগড় সরকার। প্রকল্পের নাম মাতৃবন্দনা যোজনা। সেই প্রকল্পের সুবিধে ভোগী সানি লিওন।

410
তালিকা মেলাতে গিয়ে অবাক

সম্প্রতি ছত্তিশগড় সরকারের কর্মীরা মাতৃবন্দনা যোজনা প্রকল্পের উপভোক্তাদের নাম মেলাতে শুরু করেছিলেন। সেখানেই তাঁরা দেখতে পান এক উপভোক্তার নাম সানি লিওন। তাতেই চমকে ওঠেন তাঁরা।

510
সুবিধেভোগীর বাড়ি

বস্তার এলাকার তালুর গ্রামে বাড়ি সানি লিওন নামে উপভোক্তার। স্থানীয় কর্মীরা এই নাম দেখেই প্রশাসনের ওপর মহলে জানায়। তারপরই ছত্তিশগড়ের নারী ও শিশু উন্নয়ন দফতর বিষয়টি খতিয়ে দেখে।

610
তদন্ত রিপোর্ট

সরকারি তদন্ত রিপোর্টের তথ্য আরও অবাক করা। কারণ সেখানে বলা হয়েছে বীরেন্দ্র জোশী নামের এক ব্যক্তি ভুয়ো অ্যাকাউন্ট খুলে সানি লিওনের নাম নিয়ে দিনের পর দিন ধরে সুবিধে ভোগ করছিলেন। কয়েক মাস ধরেই প্রকল্পের হাজার টাকা করে সে তুলেছে।

710
বিস্তারিত তদন্তের নির্দেশ

এই ঘটনা সামনে আসার পরই গোটা ঘটনা নিয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। এবার রাজ্যের সমস্ত এলাকার তালিকায় খতিয়ে দেখা হবে বলেও প্রশাসন সূত্রের খবর।

810
মাতৃবন্দনা যোজনা নিয়ে টানাটানি

এই ঘটনা সামনে আসতে রাজ্যের শাসক-বিরোধী বিজেপি কংগ্রেসের মধ্যে বাকযুদ্ধ শুরু। কংগ্রেসের অভিযোগ প্রকল্পের সুবিধেভোগীদের ৫০ শতাংশই ভুয়ো।

910
পাল্টা চাপ বিজেপির

রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা অরুণ সাওয়ে বলেছেন, রাজ্যের মহিলারা আর্থিক সাহায্য পাচ্ছেন এটা মেনে নিতে পারছে না কংগ্রেস।

1010
সানি লিওন কী বলেছেন

যদিও এই বিষয়ে এখনও অভিনেত্রী সানি লিওনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share this Photo Gallery
click me!

Latest Videos