জানুয়ারি থেকেই ২৪৬ শতাংশ হারে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা, নতুন বছরেই স্বস্তি

আর মাত্র কয়েকদিন! তারপরই এই রাজ্যের সরকারি কর্মীরা হাতে পাবেন সাত শতাংশ হারে ডিএ।

 

Saborni Mitra | Published : Dec 23, 2024 9:13 AM
110
বাংলার মত সমস্যা

ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে এই রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সমস্যা ছিল। সরকারি কর্মীরা দীর্ঘ মিছিল মিটিংও করেছেন। কিন্তু তারপরেও সুরাহা হয়নি।

210
কেন্দ্রের ডিএ বৃদ্ধি

দীপাবলির সময় কেন্দ্রীয় সককার কেন্দ্রের কর্মীদের জম্য ৭ শতাংশ হারে ডিএ বৃদ্ধি করেছে। তারপর ডিএ-র দাবিতে রাজ্য সরকারিরের ওপর আরও চাপ বাড়াতে শুরু করেছিলেন সরকারি কর্মীরা।

310
চাপের কাছে নতি স্বীকার

শেষ পর্যন্ত চাপের কাছে নতি স্বীকার করেছে রাজ্য সরকার। সরকারি কর্মীদের সাত শতাংশ হারে ডিএ ঘোষণা করেছে।

410
খুশি গুজরাটের সরকারি কর্মীরা

শেষ পর্যন্ত নতুন বছরের শুরু থেকেই গুজরাটের সরকারি কর্মীরা হাতে পাচ্ছেন নতুন হারে ডিএ। তাতে খুশির হাওয়া সরকারি কর্মীদের মধ্যে।

510
জনুয়ারি থেকেই কার্যকর

গুজরাট সরকার সূত্রের খবর জানুয়ারি থেকেই নতুন ডিএ কার্যকর হবে।

610
২৪৬ শতাংশ হারে ডিএ

এতদিন পর্যন্ত গুজরাটের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় গুজরাট রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ ২৩৯ শতাংশ। এক ধাক্কায় ৭ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে বর্তমানে মোট DA এর পরিমাণ হয়ে দাড়িয়েছে ২৪৬ শতাংশ।

710
ডিএ পাবেন কারা

গুজরাট সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য সরকারের অধীনে সকল কর্মচারী নতুন ডিএ পাবেন। পঞ্চায়েত কর্মী থেকে শুরু হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরাও এই সুবিধে পাবেন।

810
পশ্চিমবঙ্গে বকেয়া ডিএ

মোদীর রাজ্যের সরকারি কর্মীরা জানুয়ারি থেকে নতুন ডিএ পেলেও এই রাজ্যের কর্মীদের ভাগ্যে এখনও শিঁকে ছেঁড়েনি। কারণ ডিসেম্বর মাস শেষ হতে চলল, এখনও ডিএ ঘোষণা করেনি রাজ্য।

910
বর্তমান ডিএ

রাজ্যের সরকারি কর্মীরা বর্তমানে ১৪ শতাংশ হারে ডিএ পান। ২০২৪ সালে দুইবার ডিএ বৃদ্ধি করেছিল নবান্ন।

1010
ডিএ মামলা জানুয়ারিতে

রাজ্য সরকারের কর্মীদের ডিএ মামলা আবার সুপ্রিম কোর্টে উঠবে ৭ জানুয়ারি। ২ জানুয়ারি কজলিস্ট প্রকাশ করতে পারে সুপ্রিম কোর্ট।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos