তিন দিন ধরে লাঠি পেটা করে দুই শিশুকে শৌচাগারে আটকে রাখল বাবা! মর্মান্তিক ঘটনায় তোলপাড়

তিন দিন ধরে লাঠি পেটা করে দুই শিশুকে শৌচাগারে আটকে রাখল বাবা! মর্মান্তিক ঘটনায় তোলপাড়

Anulekha Kar | Published : Nov 2, 2024 4:56 AM IST / Updated: Nov 02 2024, 10:53 AM IST

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের সম্ভল জেলায় চাঞ্চল্যকর ঘটনা। দুই নিষ্পাপ শিশুর সঙ্গে কদর্য আচরণ করত বাবা। তিনদিন ধরে নিরীহ দুই সন্তানকে লাঠি দিয়ে মেরে শৌচাগারে আটকে রাখে বাবা। অবশেষে বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ করল দুই নাবালক।

সম্ভল জেলার হায়াতনগর থানা এলাকায় সাত ও পাঁচ বছর বয়সী দুই নাবালককে অত্যাচারের অভিযোগে সৎ বাবার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ।

Latest Videos

বছর তিনেক আগে অভিযুক্ত মহেশ নামের এক ব্যক্তি মোরাদাবাদের বাসিন্দা দুই সন্তানের মা রেখাকে বিয়ে করেন। প্রায় ২ মাস আগে রেখা মারা যান। এরপর দুই সন্তান সৌরভ ও শৌর্যকে মানুষ করার দায়িত্ব আসে মহেশের ওপর। বেশ কয়েকদিন ধরে সব ঠিকঠাকই চলছিল। কিন্তু এরপরই নিষ্পাপ শিশু দুটির ওপর অত্যাচার শুরু করে সৎ বাবা। ছোটখাটো কারণে নিষ্পাপ শিশু দুটির ওপর ভয়ঙ্কর অত্যাচার শুরু করে।

অভিযোগ, দিন তিনেক আগে সৎ বাবা মহেশ নিরীহ দুই শিশুকে লাঠি দিয়ে মারধর করেন। এরপর তাদের শৌচালয়ে তালাবন্ধ করে রাখা হয়।

শুধু তাই নয়, দুই শিশুকে খেতে পর্যন্ত দেয়নি অভিযুক্ত বলে অভিযোগ। এরপর দুই নিষ্পাপ শিশু কাঁদতে থাকে আর কাকুতি-মিনতি করতে থাকে শৌচালয় থেকে বের করে দেওয়ার জন্য। কিন্তু সৎ বাবা ও পরিবারের মন খারাপ হয়নি।

এর পর পাড়ার লোকজন বিষয়টি জানতে পেরে কোনওরকমে নিষ্পাপ শিশু দুটিকে শৌচাগার থেকে বের করে আনে। পাশাপাশি গোটা ঘটনার কথা শিশুদের অন্য অভিভাবকদের জানানো হয়।

খবর পেয়ে শিশুটির মামা এসে দুই শিশুকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে অভিযুক্ত মহেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশকে হেফাজতে নেয়। এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার শ্রীশ চন্দ্র জানান, শিশুটির মামার বয়ানের ভিত্তিতে একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।"

Share this article
click me!

Latest Videos

Weather Update : কবে থেকে জাঁকিয়ে শীত বাংলায়? দেখুন কী বললেন হাওয়া অফিস
আবারও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, গর্জে উঠে যা বললেন শুভেন্দু অধিকারী
Kali Puja 2024 Live: এশিয়ানেট নিউজ বাংলায় সরাসরি কালীপুজো
গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার তৃণমূল, পুলিশের সামনেই বিধায়কের সঙ্গে এ কী করলেন পঞ্চায়েত সমিতি সহ-সভাপতি?
'তৃণমূল সরকার মানুষকে পরিষেবা দিতে ব্যর্থ তাই পথে নেমে পড়েছে রাজ্য়পাল', মন্তব্য শমীক ভট্টাচার্যের